জঙ্গলমহল খাতড়া

জেলার জঙ্গলমহলে দলছুট এক দাঁতাল হাতির দাপাদাপি!আতঙ্কে গ্রামবাসীরা।

জেলার জঙ্গলমহলে দলছুট এক দাঁতাল হাতির দাপাদাপি!আতঙ্কে গ্রামবাসীরা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : দলছুট এক হাতির দাপাদাপির জেরে অতিষ্ঠ হয়ে উঠলেন গ্রামবাসীরা। জেলার জঙ্গলমহলের তালডাংরা ব্লকের হাড়মাসড়া গ্রামে এদিন সকালে লোকালয়ে ঢুকে গিয়ে ছোটাছুটি করতে থাকে। আর আচমকা গজরাজের সামনে পড়ে গিয়ে প্রাণ বাঁছাতে দৌড় দেন গ্রামবাসীরাও। সাত সকালে এই হাতির হানায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরো এলাকায়। দক্ষিণ বাঁকুড়ায় কোন দল হাতি নেই। তাই মনে করা হচ্ছে পশ্চিমমেদিনীপুর থেকে দলছুট হয়ে কোনক্রমে ঢুকে পড়েছে এই হাতিটি।

তালডাংরায় দাপিয়ে বেড়ানোর পর সেটি হানা দেয় খাতড়াতেও। পরে হাতিটি লোকালয় ছেড়ে জঙ্গলে গা ঢাকা দেয় বলে স্থানীয় সুত্রে খবর। এদিন, দিনভর হাতিটি জঙ্গলমহল জুড়ে দাপিয়ে বেড়ালেও বড়ো ক্ষয়ক্ষতির কোন খবর নেই। তবে গ্রামবাসীদের ক্ষোভ, সাত সকালে গ্রামে হাতির হানাদারি চললেও, সেই সময় বন দপ্তরের কর্মী বা আধিকারিকদের দেখা মেলেনি।



বাধ্য হয়ে এলাকার মানুষ চিৎকার করে হাতি তাড়িয়েছে। তবে,পরিস্থিতি যা ছিল,তাতে করে বড়ো বিপদ ঘটার আশঙ্কা ছিল যে কোন সময়। গ্রামবাসীরা বরাত জোরে তা এড়িয়ে গেছেন বলে হাফ ছেড়ে বেঁচেছেন। এই অবস্থায় তারা হাতির গতিবিধি নিয়ন্ত্রণে বন দপ্তরকে আরও বেশী করে সক্রিয় হওয়ার দাবীতে সরব হয়েছেন। এখন দেখার বন দপ্তর এবার কি ব্যবস্থা নেয়। তার ওপর নজর রইল এলাকার বাসিন্দাদের। যদিও বন দপ্তরের দাবি, এই হাতির গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন বন কর্মীরা। পরিস্থিতি পর্যালোচনা করছেন আধিকারিকরাও। ফলে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story