জঙ্গলমহল খাতড়া

এক মাসেরও বেশী সময় ধরে বন্ধ লক্ষ্মীসাগর স্বাস্থ্য কেন্দ্রের জরুরি পরিষেবা! বিক্ষোভ গ্রামবাসীদের।

জেলার সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগরে এক মাসেরও বেশি সময় ধরে গ্রামের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ জরুরি পরিষেবা। মিলছে না ২৪ ঘন্টা চিকিৎসার সুযোগও। ফলে গ্রামের মানুষ দল বেঁধে হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন। দিলেন স্মারকলিপি। ১৫ দিনের মধ্যে হাল না ফিরলে বড়ো আন্দোলনে নামার হুমকীও দিলেন তারা।

এক মাসেরও বেশী সময় ধরে বন্ধ লক্ষ্মীসাগর স্বাস্থ্য  কেন্দ্রের জরুরি পরিষেবা! বিক্ষোভ গ্রামবাসীদের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠল লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেশ কিছু দিন ধরে বন্ধ জরুরি পরিষেবা।পাশাপাশি মিলছে না ২৪ ঘন্টার চিকিৎসা ব্যবস্থাও। প্রায় মাস খনেকেরও বেশী সময় ধরে এই বেহাল চিকিৎসা পরিষেবার জেরে চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। তারই প্রতিবাদে আজ গ্রামবাসীরা এই হাসপাতালে চড়াও হয়ে বিক্ষোভে সামিল হলেন।

প্ল্যাকার্ড হাতে গ্রামের পুরুষ, মহিলাদের সাথে ছোটোরাও বিক্ষোভ দেখাতে থাকে এদিন। এবং বিক্ষোভকারীরা স্মারক লিপিও তুলে দেন কর্তৃপক্ষের হাতে। গ্রামবাসীদের দাবী , সিমলাপাল ব্লকের এই লক্ষ্মীসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ওপর প্রায় ৮০ থেকে ৯০ টি গ্রামের মানুষ নির্ভরশীল। কিন্তু আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের জরুরি পরিষেবা। করোনা আবহে যেখানে গ্রাম থেকে শহর বাঁকুড়া যাতায়াতের বিস্তর সমস্যা রয়েছে। সেখানে এই হাসপাতাল জরুরি পরিষেবা বন্ধ রেখেছে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষ। তাদের সাফ কথা, আজকের স্মারকলিপি দেওয়ার পরও যদি এই স্বাস্থ্য কেন্দ্রে জরুরি পরিষেবা চালু না হয়, তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন।

এখন দেখার, গ্রামবাসীদের বিক্ষোভের জেরে ফের এখানে জরুরি চিকিৎসা পরিষেবা চালুর ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তর কতখানি সচেষ্ট হয়? সেদিকেই নজর রইল সবার।

দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story