Home > জঙ্গলমহল খাতড়া > জেলাজুড়ে ভারী বর্ষন অব্যাহত,সিমলাপালের পাথরডোবা গ্রামে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু।
জেলাজুড়ে ভারী বর্ষন অব্যাহত,সিমলাপালের পাথরডোবা গ্রামে দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু।
BY Admin30 July 2021 11:15 AM GMT

X
Admin30 July 2021 11:15 AM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ভারী বর্ষণের জেরে জেরবার সারা জেলা। আর এই বেপরোয়া ভারী বৃষ্টিতেই প্রাণ গেল এক বৃদ্ধের। সিমলাপাল ব্লকের পাথরডোবা গ্রামে অতি বৃষ্টির ফলে বাড়ীর দেওয়াল চাপা পড়ে এক বছর ৬৫ এর প্রৌঢ়ের মৃত্যুর খবর মিলেছে। আজ সকালে এই মর্মান্তিক ঘটনার কথা জানাজানি হতেই পাথরডোবা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আবদুল ওয়াহিব খান (৬৫)। বাড়ীর মধ্যেই তিনি শুয়ে ছিলেন। আচমকা মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে তার ওপর। এবং তিনি মারা যান। খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছয় সিমলাপাল থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story