জঙ্গলমহল খাতড়া

একশ দিনের কাজের বকেয়া মজুরী মেটানোর দাবীতে ঝাঁটা,ঝুটি,কোদাল নিয়ে মহা মিছিল সারেঙ্গায়।

একশ দিনের কাজের বকেয়া মজুরী মেটানোর দাবীতে ঝাঁটা,ঝুটি,কোদাল নিয়ে মহা মিছিল সারেঙ্গায়।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে ৫ ও ৬ জুন রাজ্য জুড়ে নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে ব্লকে,ব্লকে, ওয়ারেডে,ওয়ার্ডে মিছিলের কর্মসুচী নিয়েছে তৃণমূল। তারই অঙ্গ হিসেবে আজ জেলার জঙ্গলমহলের পীড়রগাড়ীর মোড়ে রাইপুরের বিধায়ক, তথা বাঁকুড়া জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মুর নেতৃত্বে কোদাল,ঝুড়ি,ঝাঁটা,নিয়ে অভিনব প্রতিবাফ মিছিলে সামিল হল তৃণমূল।এই মিছিলে ভালো সংখ্যক মহিলাও অংশ নেন।

প্রসঙ্গত,রাজ্য পঞ্চায়েত দপ্তরের হিসেব, গত প্রায় ৯ মাসে রাজ্যের এই খাতে বকেয়া পাওনা রয়েছে সাত হাজার ২৯ কোটি ৪৭ লাখ টাকা।ফলে এই বিশাল পরিমান বকেয়া পাওনা কেন্দ্র না মেটালে ১০০ দিনের কাজের মজুরী পাওয়া যে দুষ্কর হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

👁️দেখুন 🎦ভিডিও। 👇


Next Story