সারনা ধর্মের স্বতন্ত্র কোডের দাবীতে সেঙ্গেল অভিযানের ব্যানারে আন্দোলন বাঁকুড়াতেও।
১৯৫১ সাল পর্যন্ত সারনা ধর্মকে স্বীকৃতিও দেওয়া হত দেশে।কিন্তু ১৯৫১ পর থেকে তা তুলে দেওয়া হয়। ফলে হিন্দু ধর্মের কোডই এখন ব্যবহার করেন তারা। তাই তারা চান সারনা ধর্মের জন্য পৃথক কোড প্রদান করুক সরকার। কর্ণাটকে লিঙ্গায়েতকে আলাদা ধর্মের স্বীকৃতি যেমন দেওয়া হয়েছে, তেমনি একই ভাবে সারনা ধর্মের জন্যও স্বতন্ত্র কোডের দাবী তুলেছেন আদিবাসীরা।

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আদিবাসীদের সারনা ধর্মের স্বীকৃতি তথা স্বতন্ত্র ধর্ম কোডের দাবীতে এদিন সেঙ্গেল অভিযানের ব্যানারে বাঁকুড়া জেলাতেও আন্দোলনে সামিল হন আদিবাসীরা। জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ,রেল লাইনে চড়াও হয়ে রেল রোকোর কর্মসুচী নেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। জেলার ঝাঁটিপাহাড়িতে রেল লাইনে চড়াও হয়ে বিক্ষোভ দেখান আদিবাসীরা। তাদের দাবী,২০২১ এর জনগননাতে সারনা ধর্মের জন্য স্বতন্ত্র ধর্ম কোড দিতে হবে।
প্রসঙ্গত,বর্তমানে সারনা ধর্ম অবলম্বীরা হিন্দু ধর্মের কোডই ব্যবহার করেন। কিন্তু তাদের দাবী হিন্দু ধর্মের থেকে তাদের ধর্মের বিশেষ কিছু পার্থক্য রয়েছে। সারনা ধর্মে প্রকৃতির পুজো করা হয়। এমনকি ১৯৫১ সাল পর্যন্ত সারনা ধর্মকে স্বীকৃতিও দেওয়া হত দেশে।কিন্তু ১৯৫১ এর পর থেকে তা তুলে দেওয়া হয়। ফলে হিন্দু ধর্মের কোডই এখন ব্যবহার করেন তারা। তাই তারা চান সারনা ধর্মের জন্য পৃথক কোড প্রদান করুক সরকার।
কর্ণাটকে লিঙ্গায়েতকে আলাদা ধর্মের স্বীকৃতি যেমন দেওয়া হয়েছে, তেমনি একই ভাবে সারনা ধর্মের জন্যও স্বতন্ত্র কোডের দাবী তুলেছেন আদিবাসীরা।
দেখুন 🎦 ভিডিও। 👇