Home > জঙ্গলমহল খাতড়া > লকডাউনে বাঁকুড়া - ঝাড়গ্রাম সীমানার সাতখুলিয়া চেকপোস্ট থেকে বাঁকুড়া২৪X৭ এর বিশেষ প্রতিবেদন।
লকডাউনে বাঁকুড়া - ঝাড়গ্রাম সীমানার সাতখুলিয়া চেকপোস্ট থেকে বাঁকুড়া২৪X৭ এর বিশেষ প্রতিবেদন।
জেলার জঙ্গলমহলের বাঁকুড়া - ঝাড়্গ্রাম জেলার সাতখুলিয়া চেকপোস্টে লকডাউনে বিশেষ নাকা জেলা পুলিশের। পাশাপাশি সীল করে দেওয়া হয়েছে সীমানার প্রবেশ পথ। সেখান থেকেই গ্রাউন্ড জিরো রিপোর্ট তুলে ধরলেন আমাদের প্রতিনিধি।
BY Manasi Das31 Aug 2020 9:27 PM IST 

X
Manasi Das31 Aug 2020 9:27 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ এমাসের শেষ লকডাউনের দিন জেলার জঙ্গলমহলের একেবারে শেষ প্রান্ত ঝাড়গ্রাম জেলার সীমানায় কেমন ছিল পুলিশের তৎপরতা। তা সরজমিনে খতিয়ে দেখতে হাজির হয়েছিল বাঁকুড়া২৪X৭।বাঁকুড়া -ঝাড়গ্রাম রজ্য সড়ক ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বারিকুল থানার ফুলকুসমা লাগোয়া সাতখুলিয়া চেকপোস্টে। সেখানের চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘটক।
দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story




