স্বাধীনতা দিবসের সকালে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার তালডাংরায়,এলাকায় চাঞ্চল্য!

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : স্বাধীনতা দিবসের দিন সকালেই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলার জঙ্গলমহলের তালডাংরায়। এই দিন সকালে স্থানীয়রা দেখতে পান তালডাংরার রুকনি খালের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে মাওবাদীদের নামে পোস্টার সাঁটানো আছে। সাদা কাগজের ওপর লাল কালি দিয়ে ওই পোস্টারে লেখা রয়েছে,মাওবাদী নেতা কিষেনজি ও সিধুর মৃত্যুর বদলা চাই।ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বোস ও বিকাশের মুক্তির দাবীও উল্লেখ আছে। পাশাপাশি,আদিবাসীদের নাট্রা দেওয়ার দাবীও তোলা হয়েছে পোস্টারে। এবং আগামী ১৬ ই আগস্ট বাংলা বনধের ডাক দেওয়ার পাশাপাশি,পোস্টারে হুমকি দেওয়া হয়েছে এই বনধ না মানলে শাস্তি হবে মৃত্যুদন্ড। এই পোস্টারে প্রেস লাইনে সিপিআই মাওবাদীর নাম উল্লেখ আছে।
খবর পেয়েই তালডাংরা থানার পুলিশ পোস্টার উদ্ধার করে।এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে।এদিকে,এই পোস্টার আদৌ মাওবাদীদের কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে? পোস্টারে লেখার বয়ান এবং লেখার ধরন দেখে পুলিশের প্রাথমিক অনুমান এই পোস্টার প্রকৃত মাওবাদীদের নয়।স্থানীয় কেও এই ধরনের পোস্টার দিয়ে এলাকায় আতঙ্ক ছড়ানোর কৌশল নিয়ে থাকতে পারে। তবে,পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇