Home > জঙ্গলমহল খাতড়া > খুশীর ঈদে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের সাথে তালডাংরার ৪২টি মসজিদে ইফতারের ফল,মিষ্টি, লাচ্চা পাঠালেন বিধায়ক অরুপ চক্রবর্তী।
খুশীর ঈদে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহারের সাথে তালডাংরার ৪২টি মসজিদে ইফতারের ফল,মিষ্টি, লাচ্চা পাঠালেন বিধায়ক অরুপ চক্রবর্তী।
BY Manasi Das12 May 2021 10:58 PM IST

X
Manasi Das13 May 2021 3:33 PM IST
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রাজ্যের জেলায়,জেলায় ঈদের উপহার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপহারের সাথে ব্যক্তিগত উদ্যোগে তালডাংরা বিধানসভা এলাকার ৪২ টি মসজিদে ইফতারি ঝুড়ি পাঠালেন নব নির্বাচিত বিধায়ক অরুপ চক্রবর্তী। এই ঝুড়ি মরসুমী ফল,মিষ্টি,লাচ্চা,খেজুর সহ নানা খাদ্য সামগ্রী দিয়ে সাজানো হয়েছে।
তালডাংরার প্রতিটি মসজিদে এই ইফতারি ঝুড়ি পোঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।অরুপ চক্রবর্তী বলেন,সম্প্রীতির বাংলায় এটা আমাদের পরম্পরা। তাই, আমি ঈদে এই সামান্য প্রীতি উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তার সাথে, মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রীও থাকবে বলেও জানান তালডাংরা নব নির্বাচিত তৃণমূল বিধায়ক।
এদিকে,নব নির্বাচিত বিধায়ক অরুপ চক্রবর্তীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সংখ্যলঘু সম্প্রদায়ের মানুষজনও।
👁️ দেখুন 🎦 ভিডিও, 👇
Next Story