Home > জঙ্গলমহল খাতড়া > প্রজাতন্ত্র দিবসে একশো মিটার দৈর্ঘের বিশাল জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা জঙ্গলমহলে।
প্রজাতন্ত্র দিবসে একশো মিটার দৈর্ঘের বিশাল জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা জঙ্গলমহলে।
BY Manasi Das26 Jan 2024 10:35 PM IST
Manasi Das26 Jan 2024 10:35 PM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : প্রজাতন্ত্র দিবসে একশো মিটার দৈর্ঘের বিশাল জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রার আয়োজন জঙ্গলমহলে। দেশের ৭৫ তম প্রজতন্ত্র দিবস উপলক্ষে এবিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাইপুর নগর মন্ডলের উদ্যোগে এদিন জঙ্গলমহলের সারেঙ্গা বাজারে এই কর্মসুচি পালিত হয়। বিশাল এই পতাকা নিয়ে সংগঠনের সদস্যবৃন্দ বাজার পরিক্রমা করে। এবিভিপির রাজ্য সহ সম্পাদক প্রণব মাহাত,নগর সভাপতি মধুসূদন দাস,নগর সম্পাদক সৌরভ মাথুরি সহ অন্যান্য ছাত্র নেতারা এই তেরঙ্গা যাত্রায় অংশ নেন৷
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story