জঙ্গলমহল খাতড়া

ইয়াসের আতঙ্কে গ্রামের স্কুল বাড়ীতে আশ্রয়,ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের,সিমলাপালের তপুবাইদ গ্রামের ঘটনা।

ইয়াসের আতঙ্কে গ্রামের স্কুল বাড়ীতে আশ্রয়,ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের,সিমলাপালের তপুবাইদ গ্রামের ঘটনা।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : জেলায় ইয়াস আতঙ্কে মৃত্যু হল এক বৃদ্ধের। জেলার সিমলাপাল ব্লকের তপুবাইদ গ্রামে ঝড়ের আতঙ্কে পরিবারের অন্যান্যদের সাথে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন ওই বৃদ্ধ। হটাৎই বুকে ব্যাথা নিয়ে কাতরাতে,কাতরাতে তিনি মারা যান। পরিবারের দাবী,ঝড়ের ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এই বৃদ্ধ। এই মৃত ব্যক্তির নাম সন্তোষ লোহার (৭৫) । পরিবার সুত্রে দাবী করা হয়েছে, সন্তোষ বাবুর শরীরে কোন জ্বর ছিলনা। কোভিড উপসর্গও ছিল না। তাই ইয়াসের ভয়েই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। যদিও এই মৃত্যুর কারণ নিয়ে সরকারি স্তরে কোন তথ্য জানা যায়নি। এদিকে,এই মৃত্যুর পর গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇


Next Story