জঙ্গলমহল খাতড়া

ছোট সারেঙ্গা থেকে উদ্ধার ক্যামেলিয়ন,সেটিকে ফের জঙ্গলে ফিরিয়ে দিল বনদপ্তর।

ছোট সারেঙ্গা থেকে উদ্ধার ক্যামেলিয়ন,সেটিকে ফের জঙ্গলে ফিরিয়ে দিল  বনদপ্তর।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : খেলতে,খেলতে এক কিশোরের নজরে পড়ে গাছের ডালে একটি বড়ো মাপের গিরগিটির রঙ বদলের দৃশ্য। তা দেখে একছুটে সে খবর দেয় তার দাদাকে। দাদা নীলাঞ্জন দাস দেখেই বুঝে যান এটি ক্যামেলিয়ন। তাই এই বিরল গিরিগিটি প্রজাতির প্রাণীটিকে বাঁচাতে তৎপরতা শুরু হয়ে যায় তার। খবর দেয় স্থানীয় যুব শক্তি গ্রুপকে। তাদের পরামর্শে খবর দেওয়া হয় বন দপ্তরের সারেঙ্গা রেঞ্জ অফিসে। সাথে,সাথে ঘটনাস্থল ছোটো সারেঙ্গা গ্রামে পৌঁছে যান বন কর্মীরা। তাদের হাতে তুলে দেওয়া হয় ক্যামেলিয়নটিকে। ২৫ আগষ্ট ক্যামেলিয়ন উদ্ধারের পর সেটিকে দিন দুই পর্যবেক্ষণে রাখে বন দপ্তর। প্রাথমিক শুশ্রূষার পর ক্যামেলিয়নটি একেবারে তরতাজা হয়ে ওঠে।

এরপর শুক্রবার সন্ধ্যে বেলায় সারেঙ্গা বন দপ্তরের রেঞ্জ অফিসার সুরজিৎ মজমদার সেটিকে সারেঙ্গার জঙ্গলে ছেড়ে দেন।

👁️দেখুন 🎦ভিডিও। 👇





Next Story