জঙ্গলমহল খাতড়া

কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে অবরুদ্ধ সড়কে যানজট,গাছ হটাতে কোমর বেঁধে নেমে পড়লেন মন্ত্রী!

কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে অবরুদ্ধ সড়কে যানজট,গাছ হটাতে কোমর বেঁধে নেমে পড়লেন মন্ত্রী!
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : (সঞ্জয় ঘটক,খাতড়া): বৃহস্পতিবার বিকেলের কালবৈশাখীর তান্ডবে গাছ ভেঙ্গে পড়ায় অবরুদ্ধ সড়কে যান চলাচল ব্যহত হওয়ায় ব্যপক যানজটের সৃষ্টি হয়। আর এই অবস্থায় যান চলাচল স্বাভাবিক করতে সড়ক থেকে পড়ে থাকা গাছ হটাতে কোমর বেঁধে নেমে পড়েন রাজ্যের খাদ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। স্থানীয় বাসিন্দাদের সাথে হাত লাগান তিনিও।পাশাপাশি,তার নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাও গাছ সরানোর কাজে সামিল হন। এদিন, খাতড়ায় মিটিং এ যোগ দিতে আসছিলেন তিনি।তখন দেখেন খাতড়া পাম্প মোড় থেকে আখুটা মোড় পর্যন্ত গাছ পড়ে পুরো সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এমনকি সড়কে আটকে পড়েছে এম্বুল্যান্সও। এই অবস্থায় দ্রুত অবরুদ্ধ রাস্তা থেকে গাছ হটাতে জ্যোৎস্না দেবী নিজে গাড়ি থেকে নেমে গাছ সরানোর কাজে হাত লাগান।মন্ত্রীর হাত লাগানোর খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমতারা রাস্তা থেকে গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। এবং শুরু হয় যান চলাচল।

👁️‍🗨️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story