জঙ্গলমহল খাতড়া

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের লাইভ ভিডিও দেখুন আর জেনে নিন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কি ভাবে প্রাণ বাঁচল একটি পরিবারের।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের লাইভ ভিডিও দেখুন আর জেনে নিন উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কি ভাবে প্রাণ বাঁচল একটি পরিবারের।
X

বাঁকুড়া২৪X৭ প্রতিবেদন : প্রায় আধ ঘন্টা ধরে জ্বলছিল গ্যাস সিলিন্ডার। বাড়ী থেকে বের করে তা টেনে এনে জ্বলন্ত সিলিন্ডারটি রাখা হয় গ্রামের আট চালায়।আর সেখানেই আচমকা ঘটে বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম। তবে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রতিবেশী ও আত্মীয়রা একটি পরিবারকে প্রাণে বাঁচিয়ে দেয়। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের গুন্নাথ গ্রামের প্রণতি চক্রবর্তীর বাড়ীতে৷ গ্যাস ওভেন জ্বালানোর সময় আচমকা সিনিন্ডারের মুখে আগুন ধরে যায়। আর এতেই ঘটে বিপত্তি।নিমেষে দাউদাউ করে আগুন ধরে যায়।বস্তা চাপা দিয়ে, বালির ছাপটা দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা যায় নি। অবশেষে বাড়ি থেকে বের করে গ্রামের আট চালায় জ্বলন্ত সিলিন্ডারটিকে রাখা হয়। খানিক পর সেখানেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই সিলিন্ডারে।

তবে বরাত জোরে বেঁচে গেছেন এই চক্রবর্তী পরিবারের সকলে।আসুন, আর একবার নজর ফেরানো যাক বিস্ফোরণের লাইভ ভিডিওতে। আর সতর্ক থাকুন গ্যাস ওভেন জ্বালানোর সময়। খেয়াল রাখবেন সিলিন্ডারের মুখে যেন অগ্নি সংযোগ না ঘটে৷ কারন এমন ঘটলেই কিন্তু মহা বিপদ। তাই বিপদ এড়াতে গ্যাসে রান্নার সময় সতর্ক থাকুন।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story