জঙ্গলমহল খাতড়া

জলবন্দি ভেদুয়াশোল!প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।

এখন দেখার প্রশাসন এই গ্রামে কালভার্ট গড়ে তোলার কাজ আদৌ শুরু করে,না তা কেবল আশ্বাসই থেকে যায়? যদিও দাবি পুরন না হলে গ্রামবাসীরা আরও বড়ো আন্দোলনে নামার হুককি দিয়ে রেখেছেন।তাই তাদের আশা এবার হয়ত টনক নড়বে প্রশাসনিক কর্তাদের।

জলবন্দি ভেদুয়াশোল!প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন :দশমীর দিন থেকে বাঁকুড়া জেলা জুড়ে বৃষ্টির বিক্ষিপ্ত ঘনঘটায় তাল কেটেছিল উৎসবের আবহে। তবে দশমীর দিন রাত্রে এবং একাদশীর দিন সকালে জেলার খাতড়া মহকুমার বিভিন্ন ব্লকে ভারি বর্ষণের জেরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।তার মধ্যে খাতড়া মহকুমার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোল গ্রাম এই বর্ষনে কার্যত জলবন্দি হয়ে পড়ে। গ্রামের সিংহভাগ বাড়িতে জল ঢুকে যায়। গ্রামবাসীদের দাবি,গ্রামের পাশে উঁচু রাস্তার মাঝখান দিয়ে যে নিকাশি পাইপ রয়েছে,তার ব্যাসার্ধ যেমন ছোট, তেমনি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অল্প বৃষ্টি হলেও পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়ে। আর এবার বৃষ্টি বেশী হওয়ায় সারা গ্রাম কার্যত জলমগ্ন হয়ে যায়। চরম সমস্যায় পড়েন গ্রামবাসীরা। ঘরের থেকে জল বের করতে হয়রান হয়ে পড়েন তারা। ফলে ক্ষোভ বাড়তে থাকে।

বার,বার কালভার্ট তৈরির দাবি জানালেও হেলদোল নেই।যার ফলে একটু বেশী বৃষ্টি হলেই জল যন্ত্রণায় ভুগতে হয় গ্রামের মানুষজনদের। শুক্রবার তাই এই জল যন্ত্রণা থেকে মুক্তির দাবি তোলার পাশাপাশি,প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে অবশেষে, বাঁকুড়া -খাতড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন ভেদুয়াশোল গ্রামের বাসিন্দারা।এই বিক্ষোভে গ্রামের মহিলারাও সক্রিয় ভাবে অংশ নেন। পুলিশ এসে অবরোধ হটাতে গেলে পুলিশের সাথে বিক্ষোভকারিদের বাক বিতন্ডা চরমে ওঠে।একসময় পুলিশের সাথে ধস্তাধস্তির উপক্রম হলে উত্তেজনার সৃষ্টি হয়।অবশেষে,স্থানীয় প্রশাসনিক স্তরে গ্রামবাসীদের দাবি মেটানোর আশ্বাস দিলে রাজ্য সড়ক অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।এখন দেখার প্রশাসন এই গ্রামে কালভার্ট গড়ে তোলার কাজ আদৌ শুরু করে,না তা কেবল আশ্বাসই থেকে যায়?


যদিও দাবি পুরন না হলে, গ্রামবাসীরা আরও বড়ো আন্দোলনে নামার হুককি দিয়ে রেখেছেন।তাই তাদের আশা, এবার হয়ত টনক নড়বে প্রশাসনির কর্তাদের।

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story