ব্রেকিং নিউজ

জয়পুরে বিজেপি ছেড়ে ১৪০ জনের তৃণমূলে যোগদান।

জয়পুরে বিজেপি ছেড়ে ১৪০ জনের  তৃণমূলে যোগদান।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এ যেন উল্টো পূরাণ! জেলা জুড়ে যখন বিজেপিতে যোগদানের হিড়িক চলছে, তখন বিষ্ণুপুর লোকসভার জয়পুরে ৩৮ টি পরিবারের প্রায় ১৪০ জন বিজেপি ছেড়ে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সকল কে দলে যোগদান করান তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল সাঁতরা। তার দাবী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বীজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে এরা তৃণমূলে সামিল হলেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0027/" rel="attachment wp-att-5225">

Next Story