খেলা

পুলিশ সুপার একাদশকে হারিয়ে এবারও বিজয়ী সাংবাদিক একাদশ। পরপর চারবার বিজয়ী হয়ে রেকর্ড গড়ল সাংবাদিকরা।

পুলিশ সুপার একাদশকে হারিয়ে এবারও বিজয়ী সাংবাদিক একাদশ। পরপর চারবার বিজয়ী হয়ে রেকর্ড গড়ল সাংবাদিকরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : আজ বাঁকুড়া পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে পুলিশ সুপার একাদশ বনাম জেলা সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচে ফের বিজয়ী হল সাংবাদিক একাদশ। এই নিয়ে পরপর চারবার বিজয়ী হয়ে রেকর্ড গড়ল সাংবাদিকরা। আজ টসে জিতে প্রথমে ব্যাট করেন পুলিশ সুপার একাদশ। প্রথম জুটিতে জেলার পুলিশ সুপার ও বাঁকুড়া সদর থানার আইসি ব্যট করতে নেমে বেগ দেন সাংবাদিকদের। পুলিশ সুপার কোটেশ্বর রাও নজর কাড়া ব্যাটিং করে পুলিশ সুপার একাদশের হয়ে সর্ব্বোচ্চ ৩৭ রান করেন।এই ৩৭ রানের ইনিংসে ৩টি ছয় ও ১টি চার রয়েছে। এর পরই দ্বিতীয় সর্ব্বোচ্চ ৩৪ রান করেন বাঁকুড়া সদর থানার আই সি।তার ইনিংসে রয়েছে ৬টি চার। নির্ধারিত ১৫ ওভারে পুলিশ সুপার একাদশ ১৩০ রান তোলে। এরপর সাংবাদিক একাদশ ১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যট করতে নেমে অল্প সময়ের মধ্যে স্বরূপ গাঙ্গুলীর উইকেট হারিয়ে একটু চাপে পড়লেও দেবব্রত মন্ডল ও হীরক মুখোপাধ্যায় জুটি বেঁধে ৯ ওভার ১ বলেই জয় ছিনিয়ে নেয়। ওপেনিং ব্যাটসম্যান দেবব্রত মন্ডল একাই করেন ৯০ রান। এমনকি পুলিশ সুপারের একটি ওভারে ছয় বলে ছটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন তিনি। এক ওভারে ছটি ছক্কা সহ মোট ৯০ রানের ইনিংস খেলে, ম্যান ওফ দ্য ম্যাচ সাংবাদিক একাদশের দেবব্রত মন্ডলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন পুলিশ সুপার।এবং ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান দেবব্রত বাবু। তার ৯০ রানের ইনিংসে ছিল ১৩ টি ছয় ও ৩টি চার। এছাড়া দুটি দুর্দান্ত ক্যাচ ধরে বেস্ট ফিল্ডার নির্বাচিত হন সাংবাদিক একাদশের অনুপ রায়। আর নজর কাড়া বোলিং করে বেস্ট বোলার নির্বাচিত হন এ,এস,আই প্রতাপ ঝা। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানান এই প্রীতি ক্রিকেট ম্যাচে এদিন সকলে উপভোগ করেছেন। সাংবাদিক একাদশের খেলোয়াড়রা ভালো খেলে জয় ছিনিয়ে নিয়েছেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mass-beaten-at-lokepur/img-20190819-wa0061-2/" rel="attachment wp-att-6798">

Next Story