খেলা

চোখের জলে চির বিদায় অভিজিৎ কে,তার বাবা দাবী তুললেন, আর এক ছেলেকে চাকরি দিয়ে সহায়তা করুক সরকার।

চোখের জলে চির বিদায় অভিজিৎ কে,তার বাবা দাবী তুললেন, আর এক ছেলেকে চাকরি দিয়ে সহায়তা করুক সরকার।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (উত্তম দে,জয়পুর) : চোখের,জলে গ্রামের প্রিয় কিশোর গোলকীপার অভিজিৎ কে শেষ বিদায় জানালেন আশুরালি পূর্ব পাড়ার বাদিন্দারা। তার শেষ যাত্রায় সামিল হয়েছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা। তিনি মৃত ফুটবলার অভিজিতের মা ও বাবাকে সমবেদনাও জানান। তার কাছেই কান্নায় ভেঙ্গে পড়েন অভিজিতের বাবা বিশ্বজিৎ বাবু। হত দরিদ্র পরিবারে অভিজিতের মা লোকের বাড়ীতে কাজ করে দুই ছেলে কে বড়ো করে তোলেন। টাকার অভাবে ছোট ছেলে অভিজিৎ কে পড়ার বইও কিনে দিতে পারেন নি। সেই আক্ষেপ আজও থেকে গেছে মা পুতুল দেবীর মনে। বাবা বিশ্বজিৎ বাবু চান তার বড়ো ছেলে মিলনকে যেন সরকারী চাকুরী দেওয়া হয়। কারণ অসুস্থ বিশ্বজিৎ বাবু কর্ম ক্ষমতা হারাতে বসেছেন!,আর পুতুল দেবীও পুত্র হারানোর শোকে কাতর। তার পক্ষে লোকের ঘরে কাজ করে পরিবারের আহার জোটানো দূষ্কর। তাই এই অবস্থায় বড়ী ছেলের চাকরির প্র‍য়োজন। তাই তার দাবী যেহেতু সরকারী খেলায় তার এক ছেলের প্রাণ গেছে, সেহেতু আর এক ছেলেকে সরকার চাকরি দিয়ে পরিবারটিকে বাঁচাক।অন্যদিকে গ্রামের মানুষও স্কুল কতৃপক্ষের কাছেও অভিজিতের মৃত্যুর জন্য তার পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ারও দাবী তুলেছেন গ্রামবাসীরা।

#দেখুন🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/grs-associations-deputation-at-nodal-office/img-20190820-wa0002/" rel="attachment wp-att-6198">

Next Story