জয়পুরে নাবালকের বিরুদ্ধে ওঠা এক তরুণী অপহরনের ঘটনার তদন্তে হাওড়ায় গিয়ে তল্লাশি পুলিশের, তবে এখনও খোঁজ মেলেনি ওই তরুণীর ! উৎকন্ঠায় পরিবার।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এক নাবালকের বিরুদ্ধে এক তরুণীকে অপহরনের অভিযোগ দায়েরের ঘটনার তদন্তে, বাঁকুড়া জেলা পুলিশ হাওড়ায় গিয়ে তল্লাসি চালাল। যদিও,এখনও নিখোঁজ তরুণীর কোনো হদিশ মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই অপহরনের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জেলার জয়পুর থানার পড়াশিয়া গ্রামে।
গত ১৯ অক্টোবর সকালে গ্রামের পুকুরে প্রাতঃকৃত্য করতে গিয়ে আর বাড়ী ফেরেনি ওই তরুণী।
অনেক খোঁজাখুঁজির পর মেয়ের কোন সন্ধান না মেলায়, মেয়েটির বাবা মাধব মাঝি ২৩ অক্টোবর জয়পুর থানায় নিখোঁজ ডাইরী করেন।
পরের দিন, ২৪ অক্টোবর পড়শী গ্রাম কারকবেড়িয়ার বাসিন্দা এক নাবালকের বিরুদ্ধে জয়পুর থানায় ফের মেয়েকে অপহরনের অভিযোগ দায়ের করেন মাধব বাবু। তিনি দাবী করেন, ওই নাবালক কিশোর গ্রামের রাস্তা থেকে তার মেয়েকে অপহরণ করেছে।
থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। হাওড়াতে গিয়েও তল্লাসি চালায়। তবে এখনও পর্যন্ত মেয়েটির কোনো খোঁজ মেলেনি।
এদিকে, যার বিরুদ্ধে অভিযোগ, সে নাবালক হওয়ার ফলে "জুভেনাইল" - ল মেনে ঘটনার তদন্ত চলছে।
প্রাথমিক তদন্তে কিছু ক্লু মেলায়, তার ভিত্তিতেই তদন্তের জাল বিছিয়েছে জয়পুর থানার পুলিশ।
অন্যদিকে, ঘটনার আট দিন পার হতে চললেও মেয়েকে ফিরে না পেয়ে, উৎকন্ঠার সাথে দিন কাটাচ্ছে মেয়েটির পরিবার!
মেয়েটির পরিবারের আশঙ্কা, হয় তাদের মেয়েকে অপহরণ করে কোনো অসৎ কাজে লাগাতে বিক্রি করা হয়েছে? বা অপরাধ ঢাকতে তাকে মেরেও ফেলা হতে পারে? বলেও পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।
যদিও, পুলিশের একটি সূত্রে জানানো হয়েছে, এটা অপহরন না প্রণয় ঘটিত কারণে মেয়েটি ছেলেটির সাথে পালানোর ছক কষেছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।
তবে, এক নাবালকের বিরুদ্ধে তরুনীকে অপহরনের অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।