জঙ্গলমহল খাতড়া

করোনা আতঙ্কের মধ্যেই জেলার জঙ্গলমহলে জন্ডিসের থাবা,মৃত ১,আক্রান্ত ৮৫, মেডিকেল টিম নিয়ে গ্রামে গেলেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।

করোনা আতঙ্কের মধ্যেই জেলার জঙ্গলমহলে জন্ডিসের থাবা,মৃত ১,আক্রান্ত ৮৫, মেডিকেল টিম নিয়ে গ্রামে গেলেন বিধায়ক জ্যোৎস্না মান্ডি।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা ভাইরাস আক্রমণের আতঙ্কের আবহে এবার জেলার জঙ্গলমহলে রানিবাঁধে জণ্ডিসের থাবা। টানা কয়েক দিন ধরে এখানকার হলুদকানালী গ্রাম পঞ্চায়েতের নুতনডিহি- পূর্ণাপাণি গ্রামে জণ্ডিসের প্রকোপ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবী,দিন কয়েক আগে গ্রামের গৃহবধু হেনা খাতুন (২০) জণ্ডিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন গ্রামে আক্রান্তের সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। তার মধ্যে শিশুও রয়েছে। আছে কয়েক জন প্রসূতিও। গুরতর অসুস্থরা রানিবাঁধ ব্লক হাসপাতালে ভর্তি হলেও বেশীর ভাগ বাড়ীতেই রয়েছেন। জঙ্গলমহলের এই সংখ্যালঘু গ্রাম জুড়ে জন্ডিস কার্যত মহামারীর আকার নিয়েছে। রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি শনিবার থেকেই গ্রামে গিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি গ্রামে দূষণ ঠেকাতে নিজে হাতে ব্লিচিং ছড়িয়েছেন। রবিবারও মেডিকেল টিম নিয়ে গ্রামে আক্রান্তদের চিকিৎসার তদারকি করেন জ্যোৎস্না মান্ডি। মেডিকেল টিম গ্রামের জলের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকে রোগ ছড়িয়েছে। গ্রামে প্রায় ১৬০ টি পরিবারের বাস। তাদের সিংহভাগই জণ্ডিসে আক্রান্ত। বাড়ীর পুরুষেরাও আক্রান্ত হওয়ায় পরিবারে রোজগারের অভাবে টাকার সঙ্কটও চলছে ।এই অবস্থায় আক্রান্তদের আরো ভালো চিকিৎসা পরিষেবা দিতে সোমবার বাঁকুড়া জেলা থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম গ্রামে যাবে বলে জানিয়েছেন বিধায়ক জোৎস্না মান্ডি।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/simlapal-shibu-murmu-murder-case-update/img-20200108-wa0027_1024x1280_768x960-2/" rel="attachment wp-att-8372">

Next Story