জঙ্গলমহল খাতড়া

তালডাংরায় মা কালীর চুরি হওয়া গয়না ফিরে পেতে, কালী পূজোর দিন "মা কালীর"- কাছেই আর্জি জানাবেন ভক্তরা।

তালডাংরায় মা কালীর চুরি হওয়া গয়না ফিরে পেতে, কালী পূজোর দিন মা কালীর- কাছেই আর্জি জানাবেন ভক্তরা।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : কালী পূজোর দিন মা কালীর মন্দির থেকে চুরি যাওয়া গয়না ফেরাতে, মা কালীর কাছেই আর্জি জানাবেন ভক্তরা।

তাদের বিশ্বাস, মাকে ভক্তি ভরে জানালেই, চোরের দল ধরা পড়ে যাব।আর উদ্ধার হবে গয়নাগাটিও। প্রসঙ্গত,শনিবার ভোররাতে তালডাংরা থানার দক্ষিনশোল গ্রামের বন্দ্যোপাধ্যায় বাড়ীর প্রাচীন কালী মন্দিরের দরজা ভেঙ্গে সোনা ও রূপোর গয়না মিলিয়ে প্রায় ১লক্ষ, ৩৫ হাজার টাকা আর্থিক মূল্যের চুরির ঘটনা ঘটে।

পূজোর মুখে এই চুরির ঘটনায়, ভেঙ্গে পড়েছেন মন্দিরের সেবাইত থেকে গ্রামবাসীরা।

যদিও, ইতিমধ্যেই তালডাংরা থানার পুলিশ এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে। তবুও,মায়ের ভক্তরা ঠিক করেছেন, কালী পূজোর দিন মায়ের মন্দির থেকে চুরি যাওয়া গয়না উদ্ধারে, মায়ের কাছেই "আর্জি"- জানাবেন।

#দেখুন ভিডিও

Next Story