জঙ্গলমহল খাতড়া

খাতড়ায় প্রতিবেশীদের চোর অপবাদে আত্মহত্যার ঘটনায প্ররোচনার দায়ে অভিযুক্তদের শাস্তির দাবীতে সরব হলেন মৃতের পরিবার। তদন্ত না এগোলে ফের আন্দোলনের হুমকী।

X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রতিবেশীরা চোর অপবাদ দেওয়ায়, কাজ হারিয়ে,গায়ে আগুন লাগিয়ে, আত্মহত্যার চেষ্টা করে,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক যুবকের মৃত্যুর ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামের বাসিন্দারা।

তারা এই ঘটনায় পুলিশী তদন্তে গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকে খাতড়ার রাজা পাড়ায় খাতড়া- ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

অভিযোগ সানাউল খাঁন (২৪) নামে এক গাড়ীর চালককে তার জনা ছয় প্রতিবেশী চোর অপবাদ দেওয়ায় তার মালিক কাজ ছাড়িয়ে দেয়। তার জেরে,অপমানে গায়ে কেরোসিন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এই ঘটনা ঘটে ২৯ শে সেপ্টেম্নর,শুক্রবার। ঘটনার পর তাকে প্রথমে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আজ ভোর রাতে মৃত্যু হয় তার।

মৃত্যুর খবর ভারডিহা গ্রামে পৌছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে । গ্রামবাসীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।

প্রসঙ্গত, এর আগে,আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে খাতড়া থানায় মৃতের দাদা সাফিউল খান ৬ জনের নামে অভিযোগ দায়ের করলে পুলিশ শেখ ইয়াকুত আলম ওরফে রাজা কে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে তুললে তিনি জামিন পান। পাশাপাশি, বাকী অভিযুক্তরাও আদালত থেকে জামিন নেন।

এর পরই পুলিশী তদন্তে গাফিলতির অভিযোগ ওঠে। আজ মৃত্যুর ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা।চলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরে পুলিশের কাছে দোষীদের শাস্তির দাবীর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। মৃতের দাদা বাঁকুড়া২৪x৭ কে জানান, পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও আমরা দোষীদের শাস্তির দাবীতে অনড় রয়েছি। ঘটনার তদন্ত ঠিক মতো না হলে বা পুলিশ গড়িমসি করলে আমরা ফের আন্দোলনেে নামব।

#দেখুন ভিডিও।

[playlist type="video" ids="1350"]

Next Story