জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জয়ী কোতুলপুরের জুবিয়া সারবিনকে সম্বর্ধনা।
BY Bankura 24x711 Oct 2018 8:37 PM IST

X
Bankura 24x711 Oct 2018 8:37 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : ফের জেলার নাম উজ্বল করল কোতুলপুরের কন্যা!
এবার জাতীয় স্তরের এক ক্যারেটে প্রতিযোগিতায় সোনা জিতে বাজীমাৎ করল জুবিয়া সারবিন।
মহারাষ্ট্রের পুনেতে ৫৪ কেজি জুনিয়ার বিভাগে সে প্রথম স্থান দখল করে স্বর্ণপদক লাভ করে।
গত ৭ই অক্টোবর বিজয়ীর পর আজ বৃহস্পতিবার সে বাড়ী ফেরে।
তার এই সাফল্যে খুশী কোতুলপুরবাসী। স্থানীয় সারদা ক্লাবের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। নেতাজী মোড়ে প্রচুর মানুষ জমায়েত হয়ে সোনার মেয়েকে শুভেচ্ছা জানান।
জুবিয়া সাবরিন তার এই সাফল্য তার মা,বাবা ও প্রশিক্ষক কে উৎসর্গ করে।
তার মতে, এখন প্রতিটি মেয়ের উচিত ক্যারাটে শেখা।
কারণ,এর মতো আত্মরক্ষার সহজ উপায়ের আর অন্য কোনো বিকল্প নেই।
#দেখুন ভিডিও।[embed]
Next Story