Home > ব্রেকিং নিউজ > কোতুলপুরে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, ১লরি চালকের মৃত্যু, আহত আরও ২ জন, প্রতিবাদে বিক্ষোভ। #দেখুন 🎦 ভিডিও।
কোতুলপুরে দুই লরির মুখোমুখি সংঘর্ষ, ১লরি চালকের মৃত্যু, আহত আরও ২ জন, প্রতিবাদে বিক্ষোভ। #দেখুন 🎦 ভিডিও।
BY Bankura 24x718 April 2019 6:40 AM GMT

X
Bankura 24x718 April 2019 6:40 AM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (বলরাম চক্রবর্তী, কোতুলপুর) : দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের। আহত আরও দুইজন। আহত ও নিহতরা লরির চালক এবং খালাসি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃত চালকের নাম সিরাজুল ইসলাম ওরফে টিঙ্কু মোল্লা(২৯)।সে উত্তর ২৪ পরগনার বাসিন্দা। আজ সকালে কোতুলপুরের গোপালপুরে এই মর্মান্তিক পথ দূর্ঘটনা ঘটে।স্থানীয় মানুষ এর পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোতুলপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়।কিছুক্ষণের মধ্যে অবরোধ ওঠে। আহত ২জন কে প্রথমে উদ্ধার করে কোতুলপুর গোগড়া হাসপাতালে ভর্তি করা হলে,সেখান থেকে তাদের আরামবাগ মহকুমা হাসপাতালে রেফার করা হয়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story