পাত্রসায়রে মোরাম খাদানে মাটি ধসে মৃত ২, এলাকায় চাঞ্চল্য!
BY Bankura 24x710 March 2019 2:10 AM IST

X
Bankura 24x710 March 2019 2:10 AM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন,বিষ্ণুপুর: দুপুরে মোরাম খাদানের গর্তে বিস্রাম নেওয়ার সময় আচমকা মাটি ধসে মৃত্যু হল।দুই জনের। আজ দুপুর আড়াইটা নাগাদ এই মমর্মান্তিক দূর্ঘটনা ঘটে পাত্রসায়ের সাহাপুর গ্রামে।মৃত দুজনের নাম তরুণ পাত্র(২২) ও গিয়াস উদ্দিন সেখ(৩৭)।জানা গেছে তরুণ জেসিবির চালক এবং গিয়াস উদ্দিন জেসিবির মালিক।মোরাম খাদে খননের কাজের পর দুজনে বিশ্রাম নেওয়ার সময়।মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় এদের।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ম্যয়না তদন্তে পাঠায়।
#দেখুন 🎦ভিডিও👇[embed]
Next Story