ব্রেকিং নিউজ

তিন বালিকা মৃত্যুর পর পাত্রসায়রে ডিএম,এসপি সহ জন প্রতিনিধি দল, মৃতের পরিবারকে২লক্ষ টাকা করে ক্ষতিপূরণ,এবং চাকরির দাবী বিবেচনা প্রশাসনের,শুরু দূর্ঘটনার তদন্ত,ঠীকাদারের নামে অভিযোগ দায়ের।

তিন বালিকা মৃত্যুর পর পাত্রসায়রে ডিএম,এসপি সহ জন প্রতিনিধি দল, মৃতের পরিবারকে২লক্ষ টাকা করে ক্ষতিপূরণ,এবং চাকরির দাবী বিবেচনা প্রশাসনের,শুরু দূর্ঘটনার তদন্ত,ঠীকাদারের নামে অভিযোগ দায়ের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রবিবারের মর্মান্তিক দূর্ঘটনায় মাটির স্তূপ ধসে তিন বালিকার মৃত্যুর পর, আজ পাত্রসায়রের আগড়াশোল গ্রামে মৃতের পরিবার, পরিজনদের সমবেদনা জানাতে হাজির ছিলেন জেলার প্রশাসনিক কর্তা ও জন প্রতিনিধি দল। জেলা শাসক ডাঃউমা শঙ্কর এস,পুলিশ সুপার কোটেশ্বর রাও,জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু বিধায়ক অরুপ খাঁ,বিধায়ক গুরুপদ মেটে ও স্থানীয় জন প্রতিনিধিরা এই দলে সামিল হন।জেলা শাসক জানান,পুরো ঘটনার তদন্ত করবে পি ডাব্লু ডি দপ্তর।পাশাপাশি,এক সপ্তাহের মধ্যে মৃতের পরিবার প্রতি দুই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে বিপর্যয় মোকাবিলা দপ্তর। এমন কি, সম্ভব হলে মৃতের পরিবারে একজন করে যেন সরকারি চাকরি পায় তাও বিবেচনা করছে জেলা প্রশাসন বলেও জানান তিনি।

অন্যদিকে, কাজের বরাত পাওয়া ঠীকাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানান পুলিশ সুপার কোটেশ্বর রাও। জানা,গেছে পিডাব্লুডির কলকাতা,থেকে ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজও এদিন শুরু করেন।এদিকে,গ্রামবাসীরা প্রসাশনিক কর্তাদের কাছে ঠীকাদারের বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি খুঁড়ে রাস্তা তৈরীরও অভিযোগ তোলেন।এবং মাটির স্তূপ অবিলম্বে সরানোর দাবীতেও সরব হন।জেলাশাসক তাদের দাবী,মেটানোর আশ্বাস দেন।

এদিন মৃত তিন বালিকার অন্ত্যেষ্টিক্রিয়া কে ঘিরে গ্রাম জুড়ে ছিল শোকের আবহ।আর, তারই মাঝে কন্যা হারানো মায়েদের কান্নার রোলে কেঁদে উঠছিল সারা গ্রাম!

প্রসঙ্গত, গতকাল বিকেলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরীর জন্য জমিয়ে রাখা মাটির স্তূপে খেলার সময় আচমকা ধস,নামায় মাটি চাপা পড়ে মৃত্যু হয় তিন বালিকার।আরও এক বালক ও বালিকার,গুরুতর জখম অবস্থায় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।আহতদের যাবতীয় চিকিৎসার ভারও জেলা প্রসাশন নিচ্ছে বলেও জানা গেছে।এমনকি এই ঘটনার পর এই ধরনের নির্মাণ কাজে মাটির স্তূপ যেন না করা হয় বা বিপদের আশঙ্কা থাকে এমন কাজ থেকে ঠীকাদাররা যাতে বিরত থাকেন সেদিকে কড়া নজর রাখা হবে বলে জানান, জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু।

#দেখুন 🎦ভিডিও👇[embed]

Next Story