জঙ্গলমহল খাতড়া

রেশনের টোকেন বিলিকে কেন্দ্র করে গতরাতে উত্তাল জঙ্গল মহলের লুড়কা গ্রাম। প্রশাসনের আশ্বাসে ওঠে বিক্ষোভ।

রেশনের টোকেন বিলিকে কেন্দ্র করে গতরাতে উত্তাল জঙ্গল মহলের লুড়কা গ্রাম। প্রশাসনের আশ্বাসে ওঠে বিক্ষোভ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : রেশন সামগ্রীর টোকেন বিলি কে কেন্দ্র করে গতরাতে উত্তেজনা ছড়ায় জঙ্গলমহলের রাইপুর ব্লকের মেলেড়া গ্রাম পঞ্চায়েতের লুড়কা গ্রামে। গ্রামবাসীরা ফুড় ইন্সপেক্টরের ভুমিকা নিয়েও প্রশ্ন তোলেন।গ্রামবাসীদের অভিযোগ, টোকেন বিলিতে চাল ও আটা বরাদ্দের তুলনায় কম দেওয়ার কথা বলা হয়। এমনকি শাসক দলের লোকজন তাদের মর্জি মতো টোকেন বিলি করেন বলেও অভিযোগ তোলেন উপভোক্তারা। এরই প্রতিবাদেই গত রাতে বিক্ষোভ সামিল হন তারা। খবর পেয়ে বারিকুল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে পোঁছায়। রাত্রি প্রায় ১১ টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে ব্লক প্রশাসনের কাছ থেকে প্রত্যেককে বরাদ্দ চাল ও আটার প্যাকেট থেকে কেও বঞ্চিত হবেন না এই প্রতিশ্রুতি মেলায় তারা বিক্ষোভ তুলে নেন।

অন্যদিকে,শাসক দল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি,এই মিথ্যে অভিযোগ তুলে বিজেপি এই বিপদের সময় গ্রামে,গ্রামে উত্তেজনা ছড়িয়ে শান্তি বিঘ্নিত করার রাজনীতিতে নেমেছে বলেও কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির পাল্টা দাবী ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ায় এখন শাসক দল বিজেপি জুজু দেখছে। প্রসঙ্গত, জেলায় এর আগে রেশনের চাল পাচার,ওজনে কারচুপি সহ নানা বেনিয়ম নিয়ে গ্রামে,গ্রামে বিক্ষোভের আঁচ লেগেছিল। এবার জেলায় রেশনের টোকেন বিলি নিয়ে বিক্ষোভ ফের নুতন করে জেলার খাদ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলল তা বলাই বাহুল্য।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/violated-the-corona-warning-thousands-people-line-at-bankura-head-post-office-for-adhar-card-service/sketch-1584526847018_1200x600/" rel="attachment wp-att-8449">

Next Story