বাজার-বানিজ্য

বাম- কংগ্রেস জোট গড়ে এবার জেলার তিন পুরসভায় ভোটের লড়াইয়ে নামার ছক সিপিএমের।

বাম- কংগ্রেস জোট গড়ে এবার জেলার তিন পুরসভায় ভোটের লড়াইয়ে নামার ছক  সিপিএমের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আসন্ন পুরসভা ভোটে বাম, গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ জোট গড়ে বাজীমাত করতে চাইছে জেলা সিপিএম। মঙ্গলবার দুপুরে জেলার পুর ভোট সংক্রান্ত এক দলীয় বৈঠকে এই জোট গড়ার পক্ষেই সওয়াল করেন জেলার নেতারা। জেলার বাঁকুড়া, সোনামুখী এবং বিষ্ণুপুর এই তিন পুরসভার ভোটের আগে বামফ্রন্টের শরিকদের পাশাপাশি,যে সব বাম দল গুলি ফ্রন্টের বাইরে রয়েছে তাদেরও এই জোটে সামিল করার উদ্যোগ নিচ্ছে সিপিএম। এছাড়া জাতীয় কংগ্রেসকেও এই জোটে নিয়ে আসন সমঝোতার মধ্য দিয়ে পুরভোটে জোটবদ্ধ লড়াইয়ে বিজেপি ও তৃণমূলকে হারানোর কৌশল নিচ্ছে সিপিএম। মুলত রাজ্য কমিটির এই জোটের পক্ষে সম্মতি থাকায় জেলায়,জেলায় এই জোটের নকশা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে সিপিএমের থিঙ্ক ট্যাংক। সেই মতো বাঁকুড়ার তিন পুর সভা এলাকাতেও এই জোটের প্রার্থী বাছাইয়ের কাজও চলছে বলে খবর। সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি জানান, কংগ্রেসের সাথে এই বিষয়ে প্রাথমিক আলোচনাও সারা হয়ে গেছে। তার দাবী মানুষ নির্ভয়ে নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারার কাজটা সুনিশ্চিত করতে পারলেই এই জোট বিজেপি ও তৃণমূল দুই দলেরই বিদায় ঘন্টা বাজিয়ে ছাড়বে। এদিকে, গত লোকসভার নিরিখে জেলায় পুর এলাকায় মুখ থুবড়ে পড়েছিল শাসক দল তৃণমূল। রাতারাতি উত্থান হয় বিজেপির। কিন্তু বিজেপি এই রাজ্যে পুরভোটে সেই ফলাফল ধরে রাখতে পারবে না। এনআরসি,আর সিএএ ইস্যুতে জেলার মানুষও এখন বিজেপি থেকে দূরে সরে যাওয়ার পথে পা বাড়াবেন বলেও দাবী করেন সিপিএমের জেলা সম্পাদক অজিত বাবু। তার সাফ কথা মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারেন তাহলে জেলার তিন পুরসভায় ক্ষমতা হারাবে শাসক দল তৃণমূল। এখন দেখার এই জোট শেষ পর্যন্ত কী আকার নেয়? তার ওপরই নির্ভর করছে তিন পুরসভার দখলের বিষয়টি!

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/the-mp-recorded-the-absence-of-staff-by-opening-the-closed-post-office-gate-at-bankura-on-lf-and-cong-join-strike-day/img-20200108-wa0027_1024x1280_768x960/" rel="attachment wp-att-7702">

Next Story