নজরে ভোট

বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবের কাছে জেলার এসপি ও ডিএমের নামে নালিশ বাম প্রার্থীর।

বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবের কাছে জেলার এসপি ও ডিএমের নামে নালিশ বাম প্রার্থীর।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়া : জেলায় বিশেষ পুলিশ অবজার্ভার বিবেক দুবের কাছে জেলাশাসক ও পুলিশ সুপারের নামে নিরপেক্ষতা নিয়ে নালিশ জানালেন বাম প্রার্থী অমিয় পাত্র। তিনি জানান,শাসক দলের হয়ে কাজ করছেন ডি,এম ও এস,পি।তার আভিযোগ, বাম প্রার্থীর ফোন কলও এটেন্ড করছেন না এরা।এমন কি জেলার পশ্চিম বর্ধমান লাগোয়া সীমানাবর্তী রানীগঞ্জ,দূর্গাপুর, শালতোড়া, মেজিয়া এলাকা সীল না করায় বহিরাগতরা জেলায় ভোটে অশান্তি করার ছক কষছে বলেও অভিযোগ করেন তিনি।যদিও বিবেক দুবে জানিয়েছেন ওই সীমানাবর্তী এলাকায় নাকা চেকিং,লজ,হোটেলে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এবং এলাকা সীল করতে বলা হয়েছে। অন্যদিকে, জেলা শাসক উমা শঙ্কর এস বলেন তার কাছে এমন কোনো অভিযোগ নেই। তবে,পুলিশ অবজার্ভারের কাছে কেও অভিযোগ জানালে জানাতে পারেন। সেটা ওনার এক্তিয়ারে পড়ে। আমি এ বিষয়ে বিশেষ কিছু বলতে পারব না।

#দেখুন 🎦 ভিডিও 👇[embed] href="https://www.bankura24x7.com/unique-vote-campaign-at-gajon-mela/j3s-apr-ad-copy/" rel="attachment wp-att-4418">

Next Story