ব্যাট, বল কেনার জমিয়ে রাখা টাকা থেকে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দান ক্ষুদে অনুভবের।

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (তুহিন শুভ্র দাস,ইন্দপুর) :
মা,বাবা আদর করে ছেলের নাম রেখেছিলেন অনুভব। কিন্তু একরত্তি এই ছেলে যে সত্যিই এতটা অনুভবী হবে সেটা হয়তো তারা ভেবে উঠতেই পারেন নি। লকডাউনে ঘর বন্দি বাচ্চাদের নানা বায়ানাক্কা ঘরে,ঘরে। তবে ইন্দপুরের চাকলতোড় গ্রামের দাস বাড়ীর এই বাচ্চাটির বায়ানাক্কা ছিল ব্যতিক্রমী। সে মা,বাবার কাছে বায়না ধরে করোনা মহামারীর পরিস্থিতিতে তার জন্মদিনে পাওয়া জমানো টাকা সে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবে। এই টাকা সে জমিয়ে রেখেছিল ক্রিকেট ব্যট, বল কেনার জন্য। চাকলতোড় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র অনুভব টিভিতে কার্টুন দেখার ফাঁকে বড়োদের সাথে খবরেও চোখ রাখত। তখনই সে জানতে পায় করোনার জন্য মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দানের বিষয়টি।এর পরই সে টাকা দান করার বায়না ধরে। তার বায়না মেটাতে বাবা প্রিয়ব্রত বাবু ছেলেকে হাতে ধরে সোজা নিয়ে আসেন ইন্দপুর বিডিও অফিস। অনুভব জমানো টাকা থেকে ১০২৫ টাকা তুলে দেন বিডিও নন্দীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়ার জন্য। অনুভবের এই দান কে কুর্নিশ জানিয়েছেন বিডিও মনীষ বাবুও। কুর্নিশ জানাচ্ছি আমরাও।
ক্ষুদে অনুভবের এই অনুভব শক্তির তারিফ যেমন করতেই হয়, তেমনি তার এই দান ক্ষুদ্র হলেও আগামী প্রজন্মও যে আমাদের পরম্পরা রক্ষায় তৈরি তারও একটা আভাস মেলে যা এই করোনার বেদনাজনক আবহে কিছুটা হলেও খুশীর পরশ যোগায়।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]