ব্রেকিং নিউজ

লক ডাউনেও জেলার রোজ নামচায় বদল নেই! নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে লক ডাউন মেনে চলুন।

লক ডাউনেও জেলার রোজ নামচায় বদল নেই! নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে লক ডাউন মেনে চলুন।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : করোনা সতর্কতায় জেলার বাঁকুড়া ও বিষ্ণ্যপুর পৌর শহর ও বড়জোড়া শিল্পাঞ্চল এই তিন জায়গায় লক ডাউনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জেলা শাসকও সেই নির্দেশ জারী করেছেন। অথচ এদিন লক ডাউনেও জেলার রোজ নামচায় কোন হেরফের নজরে পড়ল না আমাদের ক্যামেরায়। শহর বাঁকুড়া থেকে বিষ্ণুপুর পৌর শহর কিংবা জেলার বড়জোড়া শিল্পাঞ্চল, সব জায়গায় লক ডাউন উপেক্ষা করে মানুষের বাইরে বের হওয়ার অভ্যেস বদলায় নি। কেনা কাটা না হয় বাদ দেওয়া গেল।কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে জটলা করে গল্প করার হিড়িক কমেনি। এছাড়া বাজার বেড়ানোর রেওয়াজ তো আছেই। এদিকে স্কুল ছুটিতে ঘরে সময় না কাটায় রাস্তার পাশের মাঠে ক্রিকেট খেলার বিরাম নেই। তাদের অভিভাবকদের এ নিয়ে সচেতনাতার অভাব তো রয়েছেই। তাদের এই বিষয়টা দেখা উচিত। এদিকে শহরের মাচানতলায় সকাল থেকে একটি প্রাইভেট ক্লিনিকে ডাক্তার দেখানোর জন্য অসুস্থ রোগীদের ভীড়ও উপচে পড়ছে এই লক ডাউনের সময়। এটাও একটা বড়ো সমস্যা। খুব জরুরী না হলে ডাক্তারের চেম্বারে না গিয়ে ফোনে পরামর্শ করা যেতে পারে এটাও এখন মেনে চলা উচিত। আর খুব জরুরী হলে হাসপাতাল দেখানোয় ভালো। এবং বাঁকুড়া মেডিকেলে ফিভার ক্লিনকে দেখানোর সুযোগও রয়েছে। সেখানেও যেতে পারেন জ্বর,সর্দি, গলা ব্যাথা উপসর্গ নিয়ে। বাঁকুয়ায় এখনও করোনা আক্রান্তের খবর নেই। তাই সকল কে অনুরোধ লক ডাউন মেনে চলে এই পরিস্থিতি বজায় রাখুন। আর,কোথাও তা লঙ্ঘনের ঘটনা চোখে পড়লে স্থানীয় জন প্রতিনিধি, বা থানা, বিডিও , বা এসডিও, পুর প্রধানদের জানান। সেখানে জানিয়ে কোন কাজ না হলে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানান। এবং দেশের সচেতন নাগরিক হিসেবে এটুকু কাজের দায়িত্ব নিন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/simlapal-shibu-murmu-murder-case-update/img-20200108-wa0027_1024x1280_768x960-2/" rel="attachment wp-att-8372">

Next Story