জঙ্গলমহল খাতড়া

বারিকুলে প্লাসটিকের ক্যান থেকে মিলল প্রচুর কার্তুজ, ডিটোনেটার ও গান পাওডার। এক সময় মাওবাদীরাই মাটির তলায় পুঁতে রেখে ছিল এই আগ্নেয়াস্ত্রের রসদ।

বারিকুলে প্লাসটিকের ক্যান থেকে মিলল প্রচুর কার্তুজ, ডিটোনেটার ও গান পাওডার। এক সময় মাওবাদীরাই মাটির তলায় পুঁতে রেখে ছিল এই আগ্নেয়াস্ত্রের রসদ।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বাঁকুড়ার জঙ্গলমহলের বারিকুলের মুরকুম গ্রামে উদ্ধার হওয়া প্লাস্টিকের ক্যান থেকে প্রচুর পরিমান বিভিন্ন বোরের কার্তুজ,৪০ টি ইলেকট্রনিকস ডিটোনেটর,ব্লাস্টিং করার জন্য ব্যবহৃত প্রায় দুই মিটারের মতো তার,১০০ গ্রাম গান পাউডার পাওয়া গেছে। পুলিশ সুত্রে জানা গেছে কার্তুজের মধ্যে থ্রী নট থ্রী ২৮ রাউন্ড,১২ বোরের ১৪ রাউন্ড,১২ বোরের একটি কেস ১৮ রাউন্ড,নাইন এম,এম কার্তুজ ৯ রাউন্ড,৩১৫ বোর ৯ রাউন্ড পাওয়া গেছে। মাওবাদীরাই এই প্লাস্টিকের ক্যানটি মাটির তলায় পুঁতে রেখেছিল। মাওবাদীরা যখন সক্রিয় ছিল তখন এই অঞ্চলে তাদের স্কোয়াড লীডাররা ঘাটি গেড়েছিল। সেই সময় এই মাও হানার জন্য তারা এই রসদ সঞ্চয় করে রেখেছিল বলে মনে করা হচ্ছে। আজ এখানে উষর মুক্তি প্রকল্পে ১০০ দিনের কাজে মাটি খোঁড়ার সময় শ্রমিকরা এই ক্যান দেখতে পায়। এবং খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সুপার কোটেশ্বর রাও, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা ঘটনাস্থলে পোঁছান। এবং পুরো ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। আস পাশের জঙ্গলে আর এমন আগ্নেয়াস্ত্র ভান্ডার আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/mp-subhas-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-the-covid-test-at-the-bjps-election-office-sarkars-press-conference-on-the-controversy-of-collecting-samples-of-th/img_20200717_130232/" rel="attachment wp-att-9914">

Next Story