বিনোদন

ক্ষুদেদের ম্যাজিকের পাঠ দিতে কর্মশালা ম্যাজিশিয়ান উত্তমের।

ক্ষুদেদের ম্যাজিকের পাঠ দিতে কর্মশালা  ম্যাজিশিয়ান উত্তমের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : স্কুলে এখন গরমের ছুটি। আর এই ছুটির ফাঁকে ক্ষুদেদের ম্যাজিক মনস্ক করে তুলতে হাতে - কলমে ম্যাজিকের পাঠ দিতে ৫ দিনের কর্মশালার আয়োজন করেছেন ম্যাজিশিয়ান উত্তম সেন। শহরের গান্ধী বিচার পরিষদে চলছে এই ম্যাজিকের পাঠশালা। ক্ষুদেরা ম্যাজিক দেখার পাশাপাশি, সেই ম্যাজিক কি ভাবে সহজে নিজেরা দেখাতে পারবে তার,কৌশল রপ্ত করতে পেরে বেজায় খুশী। ম্যাজিকের উপকরন, তার ব্যবহার, এবং উপস্থাপনার সময় কথা বলার কৃৎ কৌশল নিজেরা শিখে নিচ্ছে আনন্দের সাথে। আর এই কর্মশালার কর্ণধার ম্যাজিশিয়ান উত্তম সেনও খুশী এই ম্যাজিক শেখার প্রতি ক্ষুদেদের আগ্রহ দেখে। তিনি বলেন ম্যাজিক যে কোনো ভৌতিক ব্যাপার নয়। এটা একটা আর্ট, আর মন্ত্র,তন্ত্র নয়, ম্যাজিশিয়ানের মুন্সিয়ানায়র ওপরই ম্যাজিকের মান নির্ভর করে তাও এই কর্মশালা থেকে সহজে বুঝে নিতে পারবে ক্ষুদে ম্যাজিশিয়ানরা। মুলত,ম্যাজিকের প্রতি নুতন প্রজন্মের আকর্ষন বাড়ানো ও নুতন ম্যাজিশিয়ান তৈরীই এই কর্মশালার উদ্দেশ্য বলেও জানান উত্তম বাবু।

#দেখুন 🎦 ভিডিও।👇[embed] href="https://www.bankura24x7.com/sand-overloaded-5-lorry-seized-by-local-public-and-hand-over-to-police-at-indas/img-20190604-wa0033/" rel="attachment wp-att-5226">

Next Story