ব্রেকিং নিউজ

প্রহরী বিহীন লেভেল ক্রসিংয়ে আটকে পড়া বাসে মালগাড়ীর ধাক্কা,প্রতিবাদে মালগাড়ী আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।

প্রহরী বিহীন লেভেল ক্রসিংয়ে আটকে পড়া বাসে মালগাড়ীর ধাক্কা,প্রতিবাদে মালগাড়ী আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : প্রহরী বিহীন লেভেল ক্রসিংয়ে আটকে পড়া একটি বাসে, মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহকারী একটি মাল গাড়ীর ধাক্কা দেওয়ার ঘটনার প্রতিবাদে মাল গাড়ী আটকে বিক্ষোভ দেখালেন বড়বাইদ গ্রামের বাসিন্দারা।

জানা গেছে, শুক্রবার রাতে গ্রামে একটি বিয়েবাড়িতে বরযাত্রী নামিয়ে ফেরার পথে লেভেল ক্রসিংয়ে আটকে পড়ে ওই বাসটি। ঘটনার কথা ডিভিসি কতৃপক্ষকে জানালেও সিগন্যাল বন্ধ না করায় রাতে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে রানীগঞ্জ গামী একটি ফাঁকা মাল গাড়ী বাসটিতে ধাক্কা মারে। তার প্রতিবাদে এবং লেবেল ক্রসিংয়ে প্রহরী মোতায়েনের দাবীতে আজ সকালে মাল গাড়ী আটকে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। তাদের দাবী না মিটলে, তারা ফের আরও বড়ো আন্দোলনে নামার হুমকীও দেন।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/suvendus-remedies-for-recovery-of-tmc-organisation-at-bishnupur/img-20190604-wa0032/" rel="attachment wp-att-5266">

Next Story