মল্লভুম বিষ্ণুপুর

দ্বারকেশ্বরের ভাঙনের কবলে ৫০০ বিঘা চাষের জমি,তলিয়ে যাচ্ছে সেচ দপ্তরের আরএলআই প্রকল্পও,আতঙ্কে চড়ুইকুঁড়।

এখানে ভয়াল দ্বারকেশ্বর নদ! গ্রাস করে চলেছে বিঘার পর বিঘা চাষের জমি। ভাঙ্গনের কবলে পড়ে প্রায় ৫০০ বিঘারও বেশী জমি ধসের কবলে। সেচ দপ্তরের আরএলআই তলিয়ে যেতে বসেছে নদী গর্ভে। ওন্দা ব্লকের চড়ুইকুঁড়,নবজীবনপুর গ্রামের মানুষ বছরের পর বছর প্রশাসনের কাছে দরবার করলেও সমস্যা মেটেনি। তাই আতঙ্কেই প্রহর কাটছে তাদের।

দ্বারকেশ্বরের ভাঙনের কবলে ৫০০ বিঘা চাষের জমি,তলিয়ে যাচ্ছে সেচ দপ্তরের আরএলআই প্রকল্পও,আতঙ্কে চড়ুইকুঁড়।
X
এখানে ভয়াল দ্বারকেশ্বর নদ! গ্রাস করে চলেছে বিঘার পর বিঘা চাষের জমি। ভাঙ্গনের কবলে পড়ে প্রায় ৫০০ বিঘারও বেশী জমি ধসের কবলে। সেচ দপ্তরের আরএলআই তলিয়ে যেতে বসেছে নদী গর্ভে। ওন্দা ব্লকের চড়ুইকুঁড়,নবজীবনপুর গ্রামের মানুষ বছরের পর বছর প্রশাসনের কাছে দরবার করলেও সমস্যা মেটেনি। তাই আতঙ্কেই প্রহর কাটছে তাদের।
Next Story