Home > মল্লভুম বিষ্ণুপুর > মোটরবাইকে ধাক্কা মেরে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস,৬০ নাম্বার জাতীয় সড়কের মড়ারের ঘটনা।
মোটরবাইকে ধাক্কা মেরে খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস,৬০ নাম্বার জাতীয় সড়কের মড়ারের ঘটনা।
BY Admin12 July 2023 12:38 PM GMT
X
Admin13 July 2023 5:50 PM GMT
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : (সুমন মন্ডল,বিষ্ণুপুর): একটি মোটর বাইকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস।৬০ নাম্বার জাতীয় সড়কের বিষ্ণুপুর ও বাঁকাদহের মাঝে মড়ার গ্রামে ঘটে এই দুর্ঘটনা। বাসটি দীঘ থেকে আসানসোল যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। আহত মোটর বাইক আরোহীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে, বাসের যাত্রীরা সেরকম গুরুতর আঘাত পাননি। পরে বাসটিকে খাদ থেকে ক্রেনে করে তোলা হয়। এবং এই দুর্ঘটনার তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
👁️🗨️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story