মল্লভুম বিষ্ণুপুর

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই এবার বাকী বিজেপি বিধায়কদের দল ছাড়ানোর এজেন্ডা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময়ের।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই এবার বাকী বিজেপি বিধায়কদের দল ছাড়ানোর এজেন্ডা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময়ের।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মন্দির নগরী বিষ্ণুপুরের রাজনৈতিক পট পরিবর্তনে বিরাম নেই। মল্লভূমের বর্ষীয়ান রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পুরসাভার ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তারীর পর ফের বিষ্ণুপুরে বিজেপির প্রতীকে জেতা বিধায়ক তন্ময় ঘোষের, বিজেপি ছেড়ে তৃণমূলে অর্থাৎ ঘরে ফেরার ঘটনায় এবার রাজনৈতিক সমীকরণ কার্যত বদলে গেল মল্লভূমে।


সোমবার কলকাতায় শিক্ষমন্ত্রী ব্রাত বসুর হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরে আসার পাশাপাশি, এবার বিজেপির বাকী বিধায়কদেরও বিজেপিতে সামিল করার এজেন্ডা নিয়েছেন। এমনই ইঙ্গিতও দিয়ে রাখলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ।

এদিকে,তন্ময়ের তৃণমূলে ফেরার ঘটনায় জেলায় বিজেপি ও তৃণমূলে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। তৃণমুলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলোক মুখোপাধ্যায় ঘরের ছেলে ঘরে ফেরায় খুশী। অন্যদিকে, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত আগস্তি তন্ময় বাবুকে বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করার পাশাপাশি, তিনি বলেন, তন্ময় ঘোষের যেহেতু বিজেপির সাংগঠনিক স্তরে কোন ভুমিকা ছিল না। তাই দলের কোন ক্ষতি হবে না।বিষ্ণুপুরে বিধায়কের দলবদল অবশ্য এর আগেও দেখাছেন মল্লভূমবাসীরা বিধায়ক তুষার ভট্টাচার্যের দলবদলের মিউজিক্যাল চেয়ারের স্মৃতি ফের উসকে দিলেন তন্ময়। এমনটাই এখন এখানকার লোকের মুখে,মুখে ঘুরছে।

তুষার বাবু তৃণমূল - বিজেপি ঘুরে ফের তৃণমূলে যোগ দিয়েছিলেন। এবার বিধানসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে, বিধায়ক নির্বাচিত হওয়ার পর ফের তৃণমূলে ফিরে এসে, বিষ্ণুপুরের ট্রাডিশন বজায় রাখলেন তন্ময় ঘোষ এমনই মত জেলার রাজনৈতিক মহলেরও।এখন দেখার, তন্ময়ের পথে আর কোন, কোন বিধায়ক পদ্মফুল ছেড়ে ঘাস ফুলের পথে পা বাড়ান!

👁️দেখুন 🎦ভিডিও। 👇



Next Story