Home > মল্লভুম বিষ্ণুপুর > শহর বাঁকুড়ার পাশাপাশি,বিষ্ণুপুর ও সোনামুখীতেও রাম নবমীর শোভাযাত্রায় মানুষের ঢল।
শহর বাঁকুড়ার পাশাপাশি,বিষ্ণুপুর ও সোনামুখীতেও রাম নবমীর শোভাযাত্রায় মানুষের ঢল।
BY Manasi Das18 April 2024 12:25 AM IST

X
Manasi Das18 April 2024 12:25 AM IST
বাঁকুড়া ২৪x৭প্রতিবেদন : শহর বাঁকুড়ার পাশাপাশি জেলার আরও দুই পুর শহর বিষ্ণুপুর এবং সোনামুখিতেও এদিন রামনবমীর শোভাযাত্রা ছিল নজরকাড়া।রামনবমীর শোভায়াত্রায় বিষ্ণুপুরে এদিন জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। রামনবমীর শোভাযাত্রায় তিনি পাও মেলান। অন্যদিকে,সোনামুখীতে বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএসের যৌথ উদ্যোগে রামনবমীর বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন। বিশ্ব হিন্দু পরিষদের সোনামুখি কার্য্যালয় থেকে শোভাযাত্রা বের হয় এবং তা রথতলা,থানা গোড়া মনোহরতলা বুড়ো শিবতলা হয়ে সারা সোনামুখি শহর পরিক্রমা করে।
এই শোভাযাত্রায় অংশ নেন বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story