মল্লভুম বিষ্ণুপুর

"সামাজিক বয়কট কাণ্ডে আমার যোগ নেই- দাবী ইয়ামিনের,গ্রামছাড়া ময়নুদ্দিনের পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আর্জি।

সামাজিক বয়কট কাণ্ডে আমার যোগ নেই- দাবী ইয়ামিনের,গ্রামছাড়া ময়নুদ্দিনের পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আর্জি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : সামাজিক বয়কটের বিতর্কের মধ্যেই ময়নুদ্দিন সেখের পরিবারের গ্রামছাড়া হওয়ার ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়াল জেলার জয়পুরের বিক্রমপুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা ময়নুদ্দিন সেখের সাথে জমিজমা সংক্রান্ত মামলা কে কেন্দ্র করে বিবাদের জেরে সামাজিক বয়কটের ফতোয়া জারি করার অভিযোগ ওঠে জয়পুরের তৃণমূল ব্লক সভাপতি ইয়ামিন সেখের বিরুদ্ধে। অবশ্য আজ ইয়ামিন সেখ দাবী করেছেন এই ঘটনায় তিনি কোনভাবেই যুক্ত নন। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।যদিও,আজ সকালে ময়নুদ্দিনের পরিবার গ্রাম ছাড়ার পর গ্রামের বাসিন্দা ও ব্লক সভাপতি ইয়ামিনের ভাই ইয়াসমিন সেখ সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেন যে গ্রামের মানুষকে এই পরিবারের সাথে মেলামেশা বন্ধ করতে বলা হয়েছে। সেই বক্তব্য আমাদের প্রতিনিধি ক্যামেরা বন্দিও করেন।

এই ঘটনার জল গড়িয়েছে অনেকখানি।ময়নুদ্দিনের পুরো পরিবার সাত সকালেই পারিবারিক গাড়ী নিয়ে গ্রাম ছেড়া বেরিয়ে যান। তাদের দাবী,ইয়ামিন ও তার অনুগামীদের অত্যাচারে তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে তারা সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগ জানানোর পাশাপাশি বলেন,তাদের পুরোপরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে। তাই তারা প্রয়োজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও দরবার করবেন।এদিকে,এই ঘটনায় শেষ পর্যন্ত একটি পরিবারকে গ্রামছাড়া হতে হওয়ায় জেলার রাজনৈতিক মহলেও আলোড়ন পড়ে যায়। এখন দেখার এই পরিবারটিকে ফের গ্রামে ফেরাতে কি ভুমিকা নেয় জেলা প্রশাসন।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇





Next Story