মল্লভুম বিষ্ণুপুর

বিষ্ণুপুরের বাঁকাদহে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু,ময়নাতদন্ত করবে বনদপ্তর।

বন্যপ্রাণী প্রেমীরা দাবি করছেন, এই এলাকার লেপার্ড করিডর চিহ্নিত করে,অবিলম্বে যান চলাচলেরর ক্ষেত্রে সতর্কতার জন্য সাইন বোর্ড লাগাক বন দপ্তর।

বিষ্ণুপুরের বাঁকাদহে গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু,ময়নাতদন্ত করবে বনদপ্তর।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বাঁকুড়ার বিষ্ণুপুরের পাঞ্চেত বন বিভাগের বাকাদহ রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে রাস্তার ধারে মৃত অবস্থায় একটি চিতা বাঘ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার মধ্য রাতে জঙ্গলের ধারে বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখেন। এবং সাথে,সাথে তারা বনদপ্তরকে খবর দেন। খবর পেয়েই মধ্য রাতে বনকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে মৃত বাঘ উদ্ধার করে ডিভিশনাল অফিসে নিয়ে যান। বনদপ্তর সুত্রে,জান গেছে,যেহেতু চিতা বাঘটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তাই মৃত বাঘের দেহের ময়নাতদন্ত করবে বনদপ্তর। দুর্ঘটনাস্থলের লাগোয়া কাশি চটাও আগুন কুমারী জঙ্গল রয়েছে। এই জঙ্গলে চিতাবাঘরা আস্তানা গেড়েছে বল মনে করা হচ্ছে৷

জেলার জঙ্গলে চিতাবাঘের সংখ্যা বাড়া বন্যপ্রাণ ও জীববৈচিতত্রের ক্ষেত্রে ইতিবাচক। তাই এভাবে চিতার মৃত্যু বন দপ্তরের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে,বন্যপ্রাণী প্রেমীরা দাবি করছেন, লেপার্ড করিডর চিহ্নিত করে,অবিলম্বে যান চলাচলেরর ক্ষেত্রে সতর্কতার জন্য সাইন বোর্ড লাগাক বন দপ্তর। এদিকে,স্থানীয় বাসিন্দা এবং বনদপ্তরের প্রাথমিক অনুমান, চিতাটির রাস্তা পারাপারের সময় কোন দ্রুতগতির যানবাহন ধাক্কা দেওয়ায় চিতাটির বেঘোরে প্রাণ গেছে। বনদপ্তর এই চিতার অস্বাভাবিক মৃত্যুর বিভাগীয় তদন্তও ইতিমধ্যে শুরু করেছে।


Next Story