বাবা প্রাক্তন শিক্ষক,মা শিক্ষিকা,শিক্ষার আবহে বেড়ে ওঠা ঈশানী মাধ্যমিকে তৃতীয়,খুশীর হাওয়া কোতুলপুরে।
নিজের সাফল্যের পেছনে বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃ্হশিক্ষকদের অবদানের কথা স্বীকার করেছে এই কৃতি ছাত্রী।অন্যদিকে,ঈশানীর বাবা হীরালাল চক্রবর্তী ও মা সোনালী চক্রবর্তীও মেয়ের এই সাফল্যে খুশী।

বাঁকুড়া ২৪x৭প্রত্তিবেদন : রাজ্যে মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। এবং জেলায় মেয়েদের মধ্যে সে শীর্ষে রয়েছে। ঈশানীর প্রাপ্ত নাম্বার ৬৯৩। তার বাবা কোতুলপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। মাও ঐ স্কুলেই বর্তমানে শিক্ষকতা করেন। ফলে শিক্ষার আবহে বেড়ে ওঠা ঈশানীর ছোট থেকেই শেখার ওপর আগ্রহ ছিলই। বড়ো হতে তা বাড়তে থাকে এবং তার ফল এই সাফল্য। নিজের স্কুল ও কোতুলপুরের নাম উজ্বল করতে পেরে বেজায় খুশী ঈশানী। তার ইচ্ছে বড়ো হয়ে বিজ্ঞান নিয়ে গবেষনা করা।নিজের সাফল্যের পেছনে বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃ্হশিক্ষকদের অবদানের কথা স্বীকার করেছে এই কৃতি ছাত্রী।অন্যদিকে,ঈশানীর বাবা হীরালাল চক্রবর্তী ও মা সোনালী চক্রবর্তীও মেয়ের এই সাফল্যে খুশী।
ঈশানী কোতুলপুরের পাশাপাশি বাঁকুড়া জেলার নাম সারা রাজ্যে উজ্জ্বল করেছে। তার এই সাফল্যের জন্য বাঁকুড়া ২৪x৭পরিবারের পক্ষ থেকে রইল অনেক,অনেক শুভেচ্ছা।
🎦দেখুন🎦ভিডিও।