Home > মল্লভুম বিষ্ণুপুর > আরজিকর কান্ডের প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে লাগামহীন আক্রমণ অমরনাথের,পালটা সরব তৃণমূল।
আরজিকর কান্ডের প্রতিবাদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে লাগামহীন আক্রমণ অমরনাথের,পালটা সরব তৃণমূল।
BY Manasi Das21 Aug 2024 8:02 AM IST

X
Manasi Das21 Aug 2024 8:53 AM IST
বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : আরজিকর কান্ডের প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলকে লাগামহীন আক্রমণ অমরনাথ শাখার মঙ্গলবার ওন্দা বাজারে এই দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।পাশাপাশি পুলিশ প্রশাসন সরে গেলে তৃণমূল কংগ্রেস কে দেখে নেওয়ারও হুমকি দেন এই বিজেপি নেতা।এদিকে, বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি এবং ওন্দার বিধায়ক পদে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আশালীন মন্তব্য করার অভিযোগ তুলে পালটা সরব হয়েছেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম কুমার বীট৷তিনি অমরনাাথ শাখা সহ বিজেপিকে এক হাত নেন।
স্বাভাবিক ভাবে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও তৃণমূল ব্লক সভাপতির তরজায় সরগরম ওন্দার রাজনৈতিক আবহাওয়া।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇
Next Story