মল্লভুম বিষ্ণুপুর

মাধ্যমিকের কৃতিদের দেশ গড়তে রাজনীতিতে আসার আহ্বান সাংসদ সৌমিত্রের,একে মুর্খামির পরিচয় আখ্যা দিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের।

শুভেচ্ছা বিনিময় পর্ব সেরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "পশ্চিমবঙ্গের সমস্ত কৃতি ছাত্র,ছাত্রীদের প্রতি আমার আহ্বান রইল, তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনের ভুমিকা নেয়।

মাধ্যমিকের কৃতিদের দেশ গড়তে  রাজনীতিতে আসার আহ্বান সাংসদ সৌমিত্রের,একে মুর্খামির পরিচয় আখ্যা দিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের।
X

বাঁকুড়া২৪x৭প্রতিবেদন : বিষ্ণুপুর লোকসভার দুই পড়ুয়া এবার মাধ্যমিকের মেধাতালিকায় স্থান করে নিয়েছে। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল ৬৯৪ নাম্বার পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়ছে। এবং বিষ্ণুপুর মহকুমার কোতুলপুরের সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী ৬৯৩ নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। শনিবার এই দুই কৃতি পড়ুয়ার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারি সৌম্য পালের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সৌমিত্র বাবু সৌম্যকে বলেন দেশ গড়তে বড়ো হয়ে সে যেন রাজনীতিতে যোগ দেয়। তার মতো কৃতিদের রাজনীতিতে আসাটা জরুরি।শুভেচ্ছা বিনিময় পর্ব সেরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "পশ্চিমবঙ্গের সমস্ত কৃতি ছাত্র,ছাত্রীদের প্রতি আমার আহ্বান রইল:

তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনের ভুমিকা নেয়।এদিকে,বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের এই আহ্বানকে ঘিরে রাজনৈতিক তর্জাও শুরু হয়ে গেছে। সৌমিত্রকে পালটা কটাক্ষ করতে আসরে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের নেতা তথা ওয়েবকুপার স্টেট এস্যোসিয়েট সেক্রেটারি ও বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা সৌমিত্রের এই আহবানকে মুর্খামির পরিচয় বলে কটাক্ষ করেছেন। তিনি বলেন, তাদের এখন ক্যারিয়ার গড়ার কথা না বলে, রাজনীতিতে নামতে বলা শিশুমনে সংঘাতের সৃষ্টির নামান্তর। মাত্র ১৬ বছরের পড়ুয়াদের রাজনীতির কথা না বলে, তাদের পড়াাাশোনা করে কিভাবে নিজেদের গড়ে তুলে দেশ ও দশের কাজে তারা নিয়োজিত হতে পারবে সেই দিশা না দেখিয়ে রাজনীতির ললিপপ দেখানো তো মুর্খামির পরিচয়!

কবি গোলাম মোস্তাফার কথায়, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজ যারা রাজনীতির শীর্ষ পদে রয়েছেন, তারাও তো একদিন ছাত্র ছিলেন। তাই, বিজেপির নেতারা প্রশ্ন তুলেছেন, শিক্ষিত রাজনীতিবিদ যেন দেশে না তৈরি হয়, এমনটাই চাইছে তৃণমূল। তাই, শ্যামল বাবুর মতো নেতারা এই আহ্বানকে মুর্খামির সাথে তুলনা করছেন!সেটাও তো নিজেদেরকে ছোট করার নামান্তর। এখন দেখার রাজ্যের এই কৃতিরা ভবিষ্যতে রাজনীতির আঙ্গিনায় পা রাখে কিনা?

👁️‍🗨️দেখুন🎦ভিডিও। 👇


Next Story