বিষ্ণুপুরে মা কিচেনের উদ্বোধনে সায়ন্তিকা।
BY Admin28 Jun 2021 5:52 PM GMT
X
Admin28 Jun 2021 5:52 PM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : এবার বিষ্ণুপুরেও মাত্র ৫ টাকায় মিলবে পেটভরা দুপুরে আহার।সমাজের দুঃস্থ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন নাম মাত্র টাকার বিনিময়ে দুপুরের আহার সংগ্রহ করতে পারবেন 'মা কিচেন থেকে। সোমবার বিষ্ণুপুর পুরসভার উদ্যোগ রসিকগঞ্জে চালু হল এই মা কিচেন। এদিন এই কিচেনের আনুষ্ঠানিক সুচনা করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল জিলা সভাপতি শ্যামল সাঁতরা,জিলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ। বিষ্ণুপুর পুরসভার প্রশাসক দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, এসডিও অনুপ কুমার দত্ত, এসডিপিও কুতুবউদ্দিন খান প্রমুখ। এছাড়া বিষ্ণুপুর পুর শহরে যুব তৃণমূল কংগ্রেসের একটি অফিসেরও উদ্বোধন করেন সায়ন্তিকা।
👁️দেখুন 🎦 ভিডিও। 👇
Next Story