Home > মল্লভুম বিষ্ণুপুর > চলন্ত বাস থেকে বের হতে থাকে রাশি,রাশি ধোঁয়া!আতঙ্কে চিৎকার জুড়ে দেন যাত্রীরা,কেন এমনটা ঘটল? জেনে নিন।
চলন্ত বাস থেকে বের হতে থাকে রাশি,রাশি ধোঁয়া!আতঙ্কে চিৎকার জুড়ে দেন যাত্রীরা,কেন এমনটা ঘটল? জেনে নিন।
BY Admin19 Jun 2022 3:12 AM GMT
X
Admin19 Jun 2022 3:12 AM GMT
বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : যাত্রী নিয়ে বাসটি আর পাঁচটা দিনের মতো গন্তব্যের দিকে রওনা দিয়েছিল। আরামবাগ থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে কোতুলপুর থানার গোপীনাথপুরের চোরকলায় আচমকা বাস থেকে নির্গত হয়ে থাকে রাশি,রাশি ধোঁয়া। নিমেষে তা ঘটনাস্থলের আকাশ ছেয়ে যায়।কিছু বুঝে ওঠার আগেই যাত্রীরা আচমকা এই ঘটনার কবলে পড়ে আতঙ্কে চিৎকার জুড়ে দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কোতুলপুর থানার পুলিশ। তবে যাত্রীদের কোন ক্ষয়,ক্ষতি হয়নি।আহত হওয়ার কোন খবর নেই। বাসটির স্টার্ট বন্ধ করতে খানিকক্ষণ পর ধোঁয়া নির্গত হওয়া বন্ধ হয়।
শনিবার এই ঘটনার জেরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।বাসটির যান্ত্রিক ত্রুটির জন্যই এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
👁️দেখুন 🎦ভিডিও। 👇
Next Story