মল্লভুম বিষ্ণুপুর

এক গরু ব্যাবসায়ীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোতুলপুরে।

এক গরু ব্যাবসায়ীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোতুলপুরে।
X

বাঁকুড়া,২৪X৭প্রতিবেদন : কোতুলপুরের পানুয়া ডোমপাড়া থেকে সেখ মণিরুল নামে এক গরু ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ মনিরুলকে খুন করা হয়েছে এই দাবী তোলার পাশাপাশি এই খুনের ঘটনায় বুবাই চক্রবর্তী নামে এক সিভিক পুলিশ যুক্ত থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। এছাড়া সুভাষ রুইদাস নামে এক ব্যক্তিরও নাম উঠে আসছে এই খুনের ঘটনায়।গতকাল সন্ধ্যে থেকে নিখোঁজ ছিলেন জয়পুরের দৌলতপুরের বাসিন্দা মণিরুল। আজ সকালে তার রক্তাক্ত ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়।মৃতদেহ উদ্ধারের পরই প্রায় শতাধিক মানুষ থানায় গিয়ে জমায়েত হয়ে দোষীদের শাস্তির দাবী তোলেন।

এলাকার মানুষ অবিলম্বে অভিযুক্ত সিভিক পুলিশ ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের দাবীতে সরব হয়েছেন। পুলিশ অভিযুক্ত কে আটক করেছে। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য উঠে আসে। তবে,স্থানীয়দের দাবী আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় নাম জড়িয়েছে সিভিক পুলিশ ভলেন্টিয়ারের।

👁️দেখুন 🎦 ভিডিও। 👇



Next Story