বিজেপির দুর্নীতি ফাঁসে এবার বাজারে পেন ড্রাইভের ভিডিও ছাড়ার হুমকি মমতার।
BY Bankura 24x79 May 2019 7:09 PM IST

X
Bankura 24x79 May 2019 7:09 PM IST
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : মোদীর সভার কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টা সভায় মোদীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি, বিজেপির দুর্নীতি ফাঁস করতে বাজারে পেন ড্রাইভে রাখা ভিডিও ছড়িয়ে দেওয়ারও হুমকী দিলেন দিদি। এবং পুরুলিয়াতে মোদী তৃণমূলের সাথে কয়লা মাফিয়া যোগের প্রসঙ্গ তুলে যে তোপ দাগেন তার জবাব দিতে গিয়ে মোদীকে পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন রাজ্যের ৪২জন তৃণমূল প্রার্থীর একজনকেও যদি কয়লা মাফিয়া বলে প্রমাণ দিতে পারেন মোদী তাহলে রাজ্যে সব প্রার্থী পদ প্রত্যাহার করে নেবেন তিনি। আর না করতে পারলে মোদীকে কানধরে উঠবোসেরও নিদান দেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story