Home > জঙ্গলমহল খাতড়া > "সব ধর্মকে মানব,কিন্তু মরে গেলেও গলা দিয়ে বিজেপির স্লোগান বের হবে না" : রাণীবাঁধের সভায় সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
"সব ধর্মকে মানব,কিন্তু মরে গেলেও গলা দিয়ে বিজেপির স্লোগান বের হবে না" : রাণীবাঁধের সভায় সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
BY Bankura 24x77 May 2019 2:08 PM GMT

X
Bankura 24x77 May 2019 2:08 PM GMT
#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : বিজেপির জয় শ্রী রাম স্লোগান নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যে সব ধর্ম কে মানলেও বিজেপির স্লোগান যে রাজ্যে ব্রাত্যই থাকবে তা কার্যত ঘোষনা করে দিলেন জালার রানীবাঁধের নির্বাচনী সভায়। তিনি নরেন্দ্র মোদী কে ইঙ্গিত করে বলেন তুমি যা মানবে, আমি তা মানব না। মরে গেলেও তার গলা দিয়ে বিজেপির স্লোগান বের হবে না বলেও এদিন সাফ জানিয়েদেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নরেন্দ্র মদীকে চোর -চৌকিদার ও মিথ্যুক বলেও কটাক্ষ করেন তিনি।
#দেখুন 🎦 ভিডিও। 👇[embed]
Next Story