জঙ্গলমহল খাতড়া

মনসা মঙ্গল গেয়ে দেবীর আবাহন ইন্দপুরের ব্রাহ্মণডিহায়। #দেখুন 🎦ভিডিও।

মনসা মঙ্গল গেয়ে দেবীর আবাহন ইন্দপুরের ব্রাহ্মণডিহায়। #দেখুন 🎦ভিডিও।
X

#বাঁকুড়া২৪X৭প্রতিবেদন (সুমন নাথ ইন্দপুর ) : এখনও জেলার মনসা মন্ডপে,মন্ডপে পুজো উপলক্ষ্যে মনসা মঙ্গল গেয়ে দেবী বন্দনার চল রয়েছে। বিষম ঢাকী বাজিয়ে, হারমোনিয়াম সহযোগে দল বেঁধে মনসা মঙ্গল গাওয়ার ছবি আমরা ক্যামেরা বন্দি করেছি জেলার ইন্দপুর ব্লকের ব্রাহ্মণডিহা গ্রামের বাউরী পাড়া মনসা মন্দিরে। প্রায় শতাধিক বছরেরও প্রাচীন এই মন্ডপে পুজোর বারি (ঘট) আনার আগে দেবীর আবাহন জানানোর রীতি রয়েছে। এই সময় পুজারীদের মা মনসা ভরও করেন। তার পর আনা হয় মনসার বারি। এই মন্দিরে দেবীকে বলি উৎসর্গও করা হয়। এই পুজোকে ঘিরে উৎসবের আকার নেয় পুরো গ্রাম।

#দেখুন 🎦 ভিডিও। 👇[embed] href="https://www.bankura24x7.com/dyfi-in-protest-of-blockade-by-planting-paddy-onbankura-durgapur-state-high-way/j3s-7-1_1024x1408/" rel="attachment wp-att-6163">

Next Story