এক চার্জে 418 কিমি! বাঁকুড়ায় এল Komaki SE Ultra ইলেকট্রিক স্কুটার।
কোমাকি ও লিও ব্রান্ডের ইভি বাইক সংক্রান্ত যে কোন তথ্য জানতে আপনি কল করে নিতে পারেন মা দুর্গা ইলেকট্রিক বাইকের হেল্পলাইন 9735000435 / 75011 90004 নাম্বারের যে কোন একটিতে।

বাঁকুড়া২৪x৭ প্রতিবেদন : এক চার্জে 418 কিমি! বাঁকুড়ায় এল Komaki SE Ultra ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক টু-হুইলারে নয়া মাইলফলক। বাঁকুড়ায় হাজির Komaki SE Ultra, যার দাবিকৃত সর্বোচ্চ রেঞ্জ ৪১৮ কিলোমিটার একবার চার্জ দিলে আপনি বাঁকুড়া থেকে ওড়িশার কটক পাড়ি দিতে পারবেন। আর পর্যটনের মরসুমে একবার চার্জ দিয়ে বেরিয়ে পড়ুন দীঘা।ওখানে,ঘুরে,টুরে অনায়াসে ফিরে আসতে পারবেন বাঁকুড়ায়। দীর্ঘ দূরত্বের যাত্রায় এই ইভি বাইকটি আপনার জন্য হয়ে উঠতে পারে বড় ভরসার। কোমাকি ইভি বাইকের সব থেকে বড়ো শোরুম রয়েছে খাতড়ায়। খাতড়া রাজাপাড়া মোড় লাগোয়া পানপাড়ায় ইন্ডিয়ান ওয়েলের পেট্রোল পাম্পের কাছেই রয়েছে কোমাকির বিশাল শোরুম। পাশাপাশি,বাঁকুড়া শহরের বাসিন্দারা বাঁকুড়া - ছাতনা রোডের-
কাটজুড়িডাঙ্গায় হোন্ডা বাইক শোরুমের কাছেই মা দুর্গা ইলেকট্রিক বাইকের শোরুমে কোমাকির সব মডেল পেয়ে যাবেন। আসুন কোমাকির এই নয়া অবতারের ফিচার্সে একবার চোখ রাখা যাক।এই ইভি বাইকে রয়েছে LED ফ্রন্ট লাইট ও স্টাইলিশ LED ডিআর-এল,অ্যান্টি স্কিড টেকনোলজি,পার্কিং অ্যাসিস্ট, রিভার্স অ্যাসিস্ট ও অটো হোল্ড। এছাড়া পাচ্ছেন 50 লিটার বুট স্পেস।সামনে ডিস্ক ব্রেক,স্লিক ও আধুনিক ডিজাইনের এই স্কুটারে মিলছে নিরাপত্তা ও আরামদায়ক রাইডিংয়ের সমন্বয়।এছাড়া ব্যাটারি, মোটর ও কন্ট্রোলারে — ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে আর পাচ্ছেন চার্জারের ওপর ১ বছরের ওয়ারেন্টি।কোমাকির এই মডেলের পাশাপাশি বাজারে রয়েছে Komaki SE Pro, যার রেঞ্জ সর্বোচ্চ ৩২২ কিলোমিটার।
ফলে প্রয়োজন অনুযায়ী আপনি রেঞ্জ অপশন বেছে নিতে পারবেন। আর মাত্র ৩৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে কোমাকির প্রাইজ রেঞ্জ। বাঁকুড়ার কোমাকির সব থেকে বড়ো হাব খাতড়ার মা দুর্গা ইলেকট্রিক বাইক। এখানে আপনি ইভি বাইকের ডিলারের জন্যও যোগাযোগ করতে পারবেন। এছাড়া, মা দুর্গা ইলেকট্রিক বাইক শোরুমে আপনি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন Lio ব্রান্ডের ইভি বাইকের নানান মডেল। এখানে ইভি বাইক কেনাকাটায় নানা ফ্রি গিফট, ক্যাশ ডিসকাউন্টতো আছেই। সাথে থাকছে ইএমআই এ বাইক কেনার সুবিধা। ইসি ফাইনান্সের ব্যবস্থা আছে এখানে। একই সুবিধা মিলবে বাঁকুড়া শহরেও। খাতড়ার কোমাকি ও লিও ব্রান্ডের ইভি বাইক সংক্রান্ত যে কোন তথ্য জানতে আপনি কল করে নিতে পারেন মা দুর্গা ইলেকট্রিক বাইকের হেল্পলাইন 9735000435 / 75011 90004 নাম্বারে।
এছাড়া, লিও ব্রান্ডের ব্লক বা টাউন ভিত্তিক ডিলার,সেলস আউটলেট খুলে ব্যবসার জন্যও আপনি মা দুর্গা ইলেকট্রিক বাইকের ইভি হাবে যোগাযোগ করেতে পারেন।
👁️🗨️দেখুন🎦ভিডিও। 👇




