বাজার-বানিজ্য

শিল্প বান্ধব তৃণমূল,গদারডিহিতে দুধের প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ মিটিয়ে উৎপাদন চালু করল আইএনটিটিইউসি।

শিল্প বান্ধব তৃণমূল,গদারডিহিতে দুধের প্ল্যান্টে শ্রমিক বিক্ষোভ মিটিয়ে উৎপাদন চালু করল আইএনটিটিইউসি।
X

বাঁকুড়া২৪X৭প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব নিজেদের শিল্প বান্ধব ভাব মূর্তি গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করল এদিন।জেলার বেলিয়াতোড়ের একটি ডেয়ারি প্ল্যান্টে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবীতে আজ সকালে শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ঘন্টা দুয়েক বন্ধ হয়ে যায় উৎপাদন। এই খবর পৌঁছায় জেলা আইএনটিটিইউসি'র সভাপতি অলোকা সেন মজুমদারের কাছে। এরপরভতিনি বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়কে সাথে নিয়ে অর্গানিক ডেয়ারি ফুড (ইন্ডিয়া) নামে ওই ডেয়ারি প্ল্যান্টে গিয়ে শ্রমিক ও মালিকপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা মেটান। সেই মতো শ্রমিকরা ঘন্টা দুয়েক কারাখানা বন্ধ করে বিক্ষোভ দেখানোর পর বিধায়ক ও শ্রমিক নেত্রীর নির্দেশ মতো বিক্ষোভ তুলে নিয়ে কাজে যোগ দেন।

ফলে স্বাভাবিক হয় উৎপাদন।আইএনটিটিইউসি বাঁকুড়া জেলা সভাপতি অলোকা সেন মজুমদার ও বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় জানান,দুগ্ধ উৎপাদন অতি আবশ্যকীয় পন্যের মধ্যে পড়ে। তাই প্ল্যান্ট বন্ধ করে শ্রমিক বিক্ষোভ তুলতে শ্রমিক ও মালিক দুই পক্ষের সাথে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবী দাওয়া মেটানোর পথেই হেঁটেছে তৃণমূল শ্রমিক সংগঠন। ফলে শিল্প বান্ধব ভাবমূর্তি গড়ে তুলে জেলা তথা রাজ্যের শিল্প মহলে ইতিবাচক বার্তা দিতে সফল হল জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব তা বলাই বাহুল্য।

👁️ দেখুন 🎦ভিডিও। 👇



Next Story